চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

আপনার সন্তান নিরাপদ?

সন্তানদের নিরাপত্তা নিয়ে বাবা-মা সবসময়ই উদ্বিগ্ন থাকেন। বাচ্চা যখন বড় হয় তখন সে কোথায় যাচ্ছে, কী করছে, কার সঙ্গে মিশছে ইত্যাদি নানা প্রশ্ন মনে ঘোরপাক খায়। তেমনি সে যখন ছোট থাকে, বিশেষ করে স্কুলে থাকে তখনও নানা প্রশ্ন বাবা-মাকে ভাবিয়ে তোলে। বাচ্চা স্কুলে নিরাপদ কিনা, তা নিয়ে সকল প্রশ্নের উত্তর জানতে বাবা-মাকেই কৌশলী হতে হবে। অর্থাৎ এসব সকল প্রশ্নের উত্তর তাদেরকে কথায় কথায় বের করে আনতে হবে। এর জন্য আলাদা কোন সময় বের করার দরকার নেই। বরং বাচ্চা স্কুল থেকে ফিরে যখন ফ্রেশ হবে তখন, হোমওয়ার্কের সময় কিংবা রাতে ঘুমাতে যাবে এসময় এসব প্রশ্ন করতে পারেন। এমন কোন প্রশ্ন করা যাবে না, যেখানে শুধু হ্যাঁ-না উত্তর দিয়ে সন্তান চুপ করে যায়। তাই প্রশ্ন হতে পারে এমন—

  • স্কুলের কোন জায়গাটি তোমার বেশি পচ্ছন্দ?
  • আজকের দিনে তোমার শোনা সবচেয়ে মজার কথা কোনটি?
  • আজকে কি তুমি কাউকে কোনো সাহায্য করেছ?
  • তোমাকে কি কেউ আজকে সাহায্য করেছে?
  • আজকের ক্লাসে তোমার পাশে কে বসেছিল? তার সঙ্গে বসে ক্লাস করতে তোমার কেমন লেগেছে?
  • আজ কোন কথাটি শুনে তুমি বেশি হেসেছো?
  • আজকে স্কুলে কাকে তোমার বেশি বিরক্ত লেগেছে?
  • লাঞ্চ ব্রেকে তুমি কার সঙ্গে খেলা করেছো?
  • তোমার ক্লাসের সবচেয়ে মজার বন্ধুটি কে?
  • তোমার বন্ধুদের মধ্যে কে সবচেয়ে বেশি রূঢ়?
  • তুমি যদি শিক্ষক হতে, তবে কী করতে?
  • তোমাদের স্যার আজকে কোন শব্দটি ক্লাসে বার বার উচ্চারণ করেছেন?
  • আজকে তোমাদের ক্লাসে কি কেউ কান্না করেছে?
  • ম্যাডাম আজ ক্লাসে যা বুঝিয়েছে, তার সবগুলোই তুমি বুঝতে পেরেছো? কোনটা বুঝতে পারোনি?
  • আজকে স্কুলে কোন কঠিন নিয়মটি তোমাকে মেনে চলতে হয়েছে?
  • স্যার আজ কোন বিষয়ে মজা পেয়েছে কিংবা কোন বিষয়ে রাগ করেছে?
  • আজকে তুমি নতুন কোনো শব্দ শিখেছো?
  • স্কুলে আজ কোন জিনিসটা তোমার বেশি খারাপ লেগেছে?
  • স্কুলে গিয়ে তুমি কি ওয়াশরুমে গিয়েছিলে? সেখানে যেতে তোমার কোনো অসুবিধা হয়নি তো? কেউ তোমাকে বিরক্ত করেনি তো?

আসলে এ ধরনের কিছু সাধারণ প্রশ্নের মাধ্যমে আপনাকে খুঁজে নিতে হবে, ‘আপনার সন্তান নিরাপদে আছে তো?’ ফেমিনা।