চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

‘আন্ধাধুন’-এর পর ফের বক্স অফিসে আয়ুষ্মানের হানা

কম বাজেটের ‘আন্ধাধুন’ দিয়ে বক্স অফিসে রীতিমত তাণ্ডব চালিয়ে ছিলেন বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা। ভারতে ফের মুক্তি পেল এই অভিনেতার আরো একটি কম বাজেটের ছবি।

বলিউডে অভিষেকের শুরু থেকেই নিজেকে ব্যতিক্রমী বলে প্রতিপন্ন করেছেন বলিউড অভিনেতা আয়ুষ্মান। শুক্রবার(২৮ জুন) মুক্তি পেয়েছে তার অভিনীত ‘আর্টিকেল ১৫’ ছবিটি। এই ছবিতেও অভিনয় করে প্রশংসিত হচ্ছেন তিনি সেই সঙ্গে বক্স অফিসেও দাপট দেখাচ্ছে ছবিটি।

মাত্র ২৮কোটি রুপি বাজেটের এই ছবিটি মুক্তির তিন দিনেই আয় করেছে ১৯কোটি রুপি। যার ভেতর শুধুমাত্র প্রথম ও দ্বিতীয় দিনেই এর আয় ছিল যথাক্রমে ৫ ও ৭কোটি। এছাড়া চলতি বছর মুক্তি প্রাপ্ত ছবিগুলোর মধ্যে প্রথম ছুটির দিনে আয়ের দিক থেকে ১৩ তম স্থানে আয়ুষ্মানের ‘আর্টিকেল ১৫’।

ভারতীয় সমাজ ব্যবস্থায় বর্ণ-বৈষম্যের প্রেক্ষাপটে নির্মিত ‘আর্টিকেল ১৫’ ছবিটি মুক্তি পেয়েছে ভারতের দেড় হাজার প্রেক্ষাগৃহে। অনুভব সিনহা পরিচালিত ‘আর্টিকেল ১৫’ ছবিটির মূল চরিত্রে অভিনয় করেছেন আয়ুষ্মান খুরানা।

এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে ইশা তালওয়ার, মনোজ পাহওয়া, কুমুদ মিশ্র, সায়নি গুপ্ত ও মোহাম্মদ জিসান আয়ুবকে।