চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

‘আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে এগিয়ে চলেছে পোশাক শিল্প’

সরকার ও বিজিএমইএ-এর আন্তরিক চেষ্টায় দ্রুতই বাংলাদেশের তৈরি পোশাক শিল্প ঘুরে দাঁড়িয়েছে। রফতানিমুখী এ শিল্প ধ্বংস করতে তৎপর আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করেই এগিয়ে চলছে বাংলাদেশ। রানা প্লাজা ট্র্যাজেডির তৃতীয় বর্ষপূর্তির আলোচনায় বক্তারা এ কথা বলেন।

সেমিনারে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিষ্ঠাতা ডা. এনামুর রহমান এমপি বলেন, বাংলাদেশের মানুষ যে কোন দুর্যোগ মোকাবেলায় সক্ষম। তবে বারবার যেন দুর্যোগ মোকাবেলা করতে না হয় সেজন্য পদক্ষেপ নিতে হবে।

বিজিএমইএ-এর সাবেক সভাপতি আতিকুল ইসলাম বলেন, তৈরি পোষাক রফতানির জন্য অন্য কোন দেশকে কোন শর্ত পূরণ করতে হয় না। কিন্তু বাংলাদেশের জিএসপি সুবিধা বাতিল হয়; এছাড়াও নিত্যনতুন শর্তপূরণ করেই প্রতিযোগিতামূলক বাজারে বাংলাদেশের গার্মেন্ট শিল্পকে টিকে থাকতে হচ্ছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মিজানুর রহমান বলেন, গার্মেন্ট শিল্প শুধু বৈদেশিক মুদ্রাই আয় করছে না, এটি নারীর ক্ষমতায়নেও বিশাল ভূমিকা রাখছে।

আজ শনিবার সকালে প্রগতিশীল সাংবাদিক ফোরাম আয়োজিত সেমিনারে লিখিত বক্তব্য পাঠ করেন গণমাধ্যম ব্যক্তিত্ব পীযূষ বন্দ্যোপাধ্যায়।