চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

আন্তর্জাতিক বইয়ে হৃত্বিকের জীবনী

দীর্ঘদিন যাবত রুপালী পর্দায় দেখা নেই বলিউডের ‘গ্রিক গড’ খ্যাত অভিনেতা হৃত্বিক রোশানের। তবে এরমধ্যেই বিশাল এক অর্জনের দেখা পেলেন ‘ধুম টু’ খ্যাত এই অভিনেতা।

ভারতীয় সংবাদের খবর, আন্তর্জাতিক বই বেন ব্রুকসের কর্তৃক প্রকাশিত বই ‘স্টোরিজ ফর বয়েজ হু ডেয়ার টু বি ডিফরেন্ট’ বইটিতে হৃতিক রোশানের জীবনী প্রকাশিত হয়েছে। যেখানে উল্লেখ করা হয়েছে হৃত্বিকের শৈশব থেকে শুরু করে চলচ্চিত্র অঙ্গনের সাফল্য পর্যন্ত।

বইটিতে ১০০টি ভিন্ন ভিন্ন গল্প রয়েছে। যেখানে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, জার্মান সুরকার এবং পিয়ানিস্ট বেটোফেন এবং আমেরিকান গায়ক, গীতাকার ও র‍্যাপার ফ্রাঙ্ক ওসেনের মত ব্যক্তিত্বের জীবনী রয়েছে।

মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে বিষয়টি জানিয়েছেন হৃত্বিক। টুইটে তিনি লিখেছেন, আমি সত্যি অবাক হচ্ছি যে আমার জীবনী নিয়ে বইটিতে লেখা রয়েছে। আমি খুবই কৃতজ্ঞ, ধন্যবাদ বইটির জন্য।

https://twitter.com/iHrithik/status/1120588794187714561/photo/1