চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

আনপ্রেডিক্টেবল পাকিস্তানের সামনে নড়বড়ে শ্রীলঙ্কা

বিশ্বকাপের দ্বাদশ আসরে শুরুর ধাক্কা সামলে ঘুরে দাঁড়ানোর পর নতুন পরীক্ষায় নামতে যাচ্ছে পাকিস্তান। বৃহস্পতিবার দিনের একমাত্র ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে সরফরাজ আহমেদের দল।

নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১০৫ রানে গুটিয়ে যাওয়া পাকিস্তান ৭ উইকেটের হার দিয়ে টুর্নামেন্ট শুরু করে। তবে দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ইংল্যান্ডকে হারিয়ে ছন্দে ফেরে ১৯৯২ সালের চ্যাম্পিয়নরা।

অন্যদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৩৬ রানে গুটিয়ে ১০ উইকেটের হার দিয়ে টুর্নামেন্ট শুরু করে শ্রীলঙ্কা। দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে হারতে হারতে বোলারদের নৈপুণ্যে দারুণ জয় পায় করুনারত্নের দল।

শ্রীলঙ্কা ম্যাচের আগে পাকিস্তানের জন্য স্বস্তির ব্যাপার হল, মোহাম্মদ আমির ও শাদাব খান ফর্ম ফিরে পেয়েছেন। ডেথ ওভারে ওয়াহাব রিয়াজও কার্যকরী হয়ে উঠেছেন। বোলিং নিয়ে আপাতত সমস্যা নেই পাকিস্তানের।

ইংল্যান্ড ম্যাচে ব্যাটিং সমস্যা সমাধানেরও ইঙ্গিত মিলেছে। টপ ও মিডলঅর্ডার ব্যাটসম্যানদের দৃঢ়তায় কোনো সেঞ্চুরি ছাড়াই ৩৪৮ রানের বড় সংগ্রহ গড়ে পাকিস্তান। শ্রীলঙ্কার বিপক্ষেও যদি টপ ও মিডলঅর্ডার একসঙ্গে ক্লিক করে, তবে জয়ের পথ সুগমই হবে সরফরাজদের।

সেখানে শ্রীলঙ্কার দুর্ভাবনা মিডলঅর্ডার ব্যাটসম্যানদের অফ-ফর্ম। নিউজিল্যান্ডের পর আফগানিস্তানের বিপক্ষেও লঙ্কানদের মিডলঅর্ডার ব্যাটসম্যানরা ব্যর্থতার পরিচয় দেন। পাকিস্তানের বিপক্ষে মিডলঅর্ডার জ্বলে না উঠলে চড়ামূল্যই দিতে হতে পারে ম্যাথুজদের।

আফগানিস্তানের বিপক্ষে স্বল্প পুঁজি নিয়েও বোলারদের দূঢ়তায় জয় পায় শ্রীলঙ্কা। দলের দুই সেরা বোলার লাসিথ মালিঙ্গা ও নুয়ান প্রদীপ ছিলেন দারুণ ছন্দে। পাকিস্তানের বিপক্ষেও যদি এ দুজন আফগান ম্যাচের ধারা অব্যাহত রাখতে পারেন, সেটি বাবর-ফখরদের কঠিন চ্যালেঞ্জ জানাবে।

শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণশক্তির স্কোয়াডই পাচ্ছেন সরফরাজ। আগের ম্যাচের একাদশে পরিবর্তন আনার সম্ভাবনা নেই পাকিস্তানের। ফলে নিজের শেষ বিশ্বকাপ খেলা শোয়েব মালিক একাদশে থাকবেন। মালিক একাদশে থাকলে ইমাদ ওয়াসিমকে বেঞ্চেই থাকতে হবে।

পাকিস্তান দলে পরিবর্তনের সম্ভাবনা না থাকলেও শ্রীলঙ্কান একাদশে নিশ্চিত পরিবর্তন আসতে যাচ্ছে। মিডল-অর্ডারের ব্যর্থতার কারণে সুরঙ্গা লাকমলের জায়গায় একাদশে ঢুকবেন জীবন মেন্ডিস। অন্যদিকে লাহিরু থিরিমান্নের জায়গায় অভিষেক ফার্নান্দো একাদশে ঢুকতে পারেন।

সেমিফাইনালের দৌড়ে শ্রীলঙ্কাকে নিয়ে বাজি ধরার লোক খুব একটা নেই। তবে পাকিস্তানকে হারাতে পারলে দৃশ্যপট অনেকটাই বদলে যাবে। অন্যদিকে আনপ্রেডিক্টেবল পাকিস্তান কতদূর যেতে পারবে শ্রীলঙ্কা ম্যাচে তার বড় পরীক্ষা হয়ে যাবে। একদিকে এলোমেলা শ্রীলঙ্কা অন্যদিকে আনপ্রেডিক্টেবল পাকিস্তান- দেখার, শেষ হাসি কে হাসে।