চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

আদালতে কামরুল

সিলেটে শিশু রাজনকে নির্মমভাবে পিটিয়ে হত্যার মামলায় অভিযুক্ত প্রধান আসামী কামরুল ইসলামকে রোববার কারাগার থেকে আবার আদালতে নেওয়া হয়েছে। গত শুক্রবার বেলা সাড়ে ১১টায় সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আনোয়ারুল হক কামরুলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে কামরুলকে ঢাকা থেকে সিলেটে নেওয়া হয়। এরপর সকালে কোতোয়ালী থানা পুলিশ তাকে আদালতে হাজির করে। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে বৃহস্পতিবার দুপুরে সৌদি আরব থেকে বাংলাদেশে নিয়ে আসা হয় কামরুলকে।

গত ৮ জুলাই সিলেটের কুমারগাঁওয়ে বাসস্ট্যান্ডের পাশে চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বেঁধে বেধড়কভাবে পিটিয়ে ১৩ বছরের শিশু রাজনকে হত্যা করা হয়। এরপরই সৌদিতে পালিয়ে যায় কামরুল।

ওই হত্যাকাণ্ডের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পর এ নিয়ে দেশে-বিদেশে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এক পর্যায়ে প্রবাসীদের সহযোগিতায় সৌদি আরবে কামরুলকে আটক করে সেদেশের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

বর্বোরোচিত এই ঘটনায় কামরুলসহ ১৩ জনকে আসামি করে গত ১৩ সেপ্টেম্বর অভিযোগ গঠন করা হয়। অভিযুক্তদের মধ্যে কামরুল ছাড়াও অন্য ১০ জন কারাগারে আটকা রয়েছে।