চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

আত্মসম্মান-লজ্জা শব্দ দুটিতে আপত্তি মাশরাফীর

সিলেট থেকে: প্রশ্নকর্তা মাশরাফীর কাছে জানতে চেয়েছিলেন, কঠিন সময়ে সহজ প্রতিপক্ষ জিম্বাবুয়ের সঙ্গে দারুণ খেলে নিজেকে আবার আগের জায়গায় নিয়ে গিয়ে হারানো আত্মসম্মান ফিরিয়ে আনা, লজ্জা মোচনের দিকে সচেষ্ট হবেন কিনা। আত্মসম্মান ও লজ্জা, এ দুটি শব্দেই আপত্তি মাশরাফীর।

‘আত্মসম্মান বা লজ্জা, আমি কি চুরি করি মাঠে, আমি কি চোর? খেলার সাথে আত্মসম্মান, লজ্জা, আমি মেলাতে পারি না। এত জায়গায় এত চুরি হচ্ছে, এত চামারি হচ্ছে, তাদের কি লজ্জা নেই? আমি মাঠে এসে উইকেট না পেলে আমার লজ্জা লাগবে? আমি কি চোর?’