চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

আট বছর পর কার্তিকের সামনে টেস্টের হাতছানি

আইপিএলসহ একদিনের ক্রিকেটে ভালো খেলার পুরস্কার পেলেন দিনেশ কার্তিক। ঋদ্ধিমান সাহার ইনজুরির কারণে সাদা পোশাকের দলে ফেরার সুযোগ হয়েছে তার। আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামলে ৮ বছর পর সাদা পোশাক গায়ে জড়াবেন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

আফগানিস্তানের বিপক্ষে ভারত ঐতিহাসিক টেস্ট খেলতে নামবে ১৪ জুন।

ভারতের আগের টেস্ট সফরে সাউথ আফ্রিকায় কার্তিক এবং পার্থিব প্যাটেল দুজনেই দলে ছিলেন। দ্বিতীয় এবং তৃতীয় টেস্টে খেলার সুযোগ হয় পার্থিবের। চার ইনিংসে তিনি মাত্র ৫৬ রান করেন। উইকেটের পেছনে দুটি ক্যাচও ছাড়েন। তাই এই সফরে তাকে বাদ দিয়ে কার্তিককে নেয়া হয়েছে।

কার্তিক সর্বশেষ টেস্ট খেলেছেন ২০১০ সালে। ২০০৪ সালে অভিষেক হওয়ার পর মাত্র ২৩টি ম্যাচে নামার সুযোগ হয়েছে।

গেল আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়কত্ব করেন। দলকে প্লেঅফে নিয়ে আসেন। ৪৯৮ রান করে দলের সর্বাধিক রান সংগ্রহকারী তিনি। ঘোষিত এই দলে আগে থেকেই নেই বিরাট কোহলি।

ভারতের টেস্ট দল: আজিঙ্কা রাহানে, চেতেশ্বর পূজারা, শিখর ধাওয়ান, মুরালি বিজয়, লোকেশ রাহুল, করুণ নায়ার, দিনেশ কার্তিক, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, উমেশ যাদব, মোহাম্মদ সামি, হার্দিক পাণ্ডিয়া, ইশান্ত শর্মা ও শার্দুল ঠাকুর।