চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

আজ ‘সেলিম-দেলোয়ার’ দিবস

আজ ২৮ ফেব্রুয়ারি ‘সেলিম-দেলোয়ার দিবস’। ১৯৮৪ সালের এই দিনে স্বৈরাচার বিরোধী আন্দোলনে ছাত্র সংগ্রাম পরিষদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশের ট্রাক তুলে দেয়া হয়। ট্রাক চাপায় নিহত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রনেতা এইচ এম ইব্রাহিম সেলিম ও কাজী দেলোয়ার হোসেন

সেদিন এ দুই ছাত্রনেতা ছিলেন মিছিলের পেছন দিকে। মিছিলটি ফুলবাড়িয়া এলাকায় পৌঁছানোর পরই বর্তমান ফায়ার ব্রিগেড অফিসের পাশ থেকে পুলিশের সেই ট্রাক অতর্কিতে পেছন থেকে মিছিলের ওপর দিয়ে দ্রুতগতিতে চালিয়ে দেয়া হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন সেলিম ও দেলোয়ার।

সেলিম ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগের শেষ বর্ষের ছাত্র। আর দেলোয়ার রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র।

তাদের আত্মত্যাগ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গণতন্ত্র পুনরুদ্ধারের ক্ষেত্রে অসামান্য অবদান রাখে। সেই ঘটনার পর থেকে সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানের সমাবেশে আর রাজপথের এরশাদবিরোধী মিছিলে ছাত্ররা স্লোগান দিতে থাকে; ‘সেলিম, দেলোয়ার, তিতাস; আন্দোলনের লাল পলাশ’।

বিভিন্ন কর্মসূচিতে দিনটি পালন করা হবে। মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী সূর্যসেন হল, বাংলাদেশ ছাত্রলীগ, সূর্যসেন হল শাখা ছাত্রলীগ, সূর্যসেন হল অ্যালামনাই এসোসিয়েশনসহ বিভিন্ন সংগঠন কর্মসূচি গ্রহণ করেছে।

এছাড়া ইব্রাহিম সেলিমের পরিবারের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করবেন তার মেয়ে নুসরাত জাহান ইব্রাহিম। এইচ এম ইব্রাহিম সেলিম ছিলেন সূর্যসেন হলের ছাত্র।