চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

আজকের ম্যাচে কেনো জিতবে বাংলাদেশ?

টি২০ বিশ্বকাপের সুপার টেনে বাংলাদেশ আজ বুধবার খেলবে পাকিস্তানের বিপক্ষে। ম্যাচটি হবে ক্রিকেটের ঐতিহ্যবাহী স্টেডিয়াম কলকাতার ইডেন গার্ডেন্সে।

বাংলাদেশ স্থানীয় সময় ৩.৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি। 

এই ম্যাচে কেনো বাংলাদেশ জিতবে তার কিছু যৌক্তিক কারণ দেখে নেওয়া যাক-

আত্মবিশ্বাস: সাম্প্রতিক সময়ের পারফর্মেন্সের কারণে আজ অনেক আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। তাই ম্যাচের শুরুতেই পাকিস্তানের চেয়ে এগিয়ে থাকবে টাইগাররা।

সমর্থন: কলকাতায় খেলা হওয়ায় মাঠের সমর্থন থাকবে বাংলাদেশের পক্ষেই। ২৫ বছর পর বাংলাদেশের খেলা দেখতে ইডেনে উপস্থিত থাকবেন হাজার হাজার বাঙ্গালি। যার কারণে মাঠের পরিবেশ মিরপুরের চেয়ে খুব বেশি পার্থক্য থাকবে না। সমর্থকদের চেনা আওয়াজে বাড়তি উৎসাহ পাবেন মাশরাফি-তামিম-সাকিবরা।

সাকিব ফ্যাক্টর: আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কারণে সাকিব আল হাসান এখাকার ঘরের ছেলে। মিরপুরের পর এ ইডেনই তার কাছে হাতের তালুর মতো চেনা। সাকিবের জন্য ইডেন দ্বিতীয় হোম ভেন্যু। এই মাঠে প্রতিটি ঘাসের সাথে পরিচিত সাকিব। নাইটদের হয়ে ৩২টি ম্যাচ খেলেছেন সাকিব। ব্যাট হাতে ৩৮৩ রানের সাথে বল হাতে ৩৮ উইকেট নিয়েছেন তিনি। যার বেশিরভাগই এই ইডেনে।

চেনা মাশরাফি: সাকিবের মতো ইডেন পরিচিত অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার কাছেও। কারণ আইপিএলে সাকিবের মতো তিনি খেলেছেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। সে সূত্রে ইডেনে কয়েকটি ম্যাচ মাশরাফিও খেলেছেন।

পিচের মিল: মিরপুরের মতো ইডেনের পিচ ঐতিহাসিকভাবেই স্পিন বান্ধব। সেই সাথে ঢাকার মাঠে পেসার যেমন কিছুটা সুবিধে পেয়ে থাকেন ইডেনে সে সুযোগ থাকে। তাই সাকিব-সানি-তাসকিন-মুস্তাফিজরা ইডেনে মিরপুরের আবেশেই বল করতে পারবেন।

সাম্প্রতিক পারফর্মেন্স: সাম্প্রতিক পারফর্মেন্স বিচারে পাকিস্তানের চেয়ে অনেক অনেক এগিয়ে বাংলাদেশ। এশিয়া কাপের ফাইনাল খেলার পর বিশ্বকাপের বাছাইপর্বে প্রতিপক্ষ প্রায় ছিড়ে খেয়েছে বাংলাদেশ। সর্বশেষ খেলা পাঁচ ম্যাচে বাংলাদেশ জিতেছে চারটিতেই। সেখানে পাকিস্তানে জয় মাত্র দুটিতে।

১৬ মার্চের অনুপ্রেরণা: ১৬ মার্চ মাঠে নামলেই বাংলাদেশ জেতে  সমর্থকদের মনে এমন একটা ধারণা তৈরি হয়ে গেছে। কারণ ১৬ মার্চ সাবেক ক্রিকেটার মানজারুল ইসলাম রানার মৃত্যু দিন। এদিনের অনুপ্রেরণা নিয়েই ২০০৭ মার্চে ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে ভারতকে হারিয়ে ছিল বাংলাদেশ।  ২০১২ সালে ঢাকায় এশিয়া কাপে শচীন টেন্ডুলকারের শততম আন্তর্জাতিক সেঞ্চুরির ম্যাচে ভারতকে হারিয়ে ছিল বাংলাদেশ। ভারতের  করা ২৯০ রানের স্কোর তাড়া করে ৫ উইকেটে জিতেছিল টাইগাররা। এরপর ঢাকায় ২০১৪ টি২০ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে এই দিনেই আফগানিস্তান হারিয়েছিল বাংলাদেশ।

প্রতিপক্ষ পাকিস্তান: গত বছর থেকে পাকিস্তানকে পেলেই অনেক বেশি জ্বলে উঠছে বাংলাদেশ। গত বছর তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে টাইগাররা। এরপর সিরিজের একমাত্র টি-২০ ম্যাচেও পাকিস্তানকে নাস্তানুবাদ করে তারা। সর্বশেষ চলতি মাসেই এশিয়া কাপে পাকিস্তানকে হারায় বাংলাদেশ। সব মিলিয়ে সর্বশেষ পাঁচ ম্যাচের পাঁটিতেই পাকিস্তানকে হারিয়েছে মাশরাফির দল।

উপরের সব হিসেব মিললে আর সামর্থ্য অনুযায়ি জ্বলে উঠতে পারলে ম্যাচের শেষ হাসি হাসবে বাংলাদেশ।