চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

আজই দায়িত্ব নিচ্ছেন টেরেসা মে

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে আজ দায়িত্ব  নেবেন  টেরেসা মে। ব্রেক্সিট নিয়ে গণভোটে পরাজয়ের পর বর্তমান প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন পদত্যাগের ঘোষণা দেয়ায় বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী  টেরেসা মে’ই এই দায়িত্ব নিতে যাচ্ছেন।

কনজারভেটিভ পার্টির পরবর্তী নেতা নির্বাচন এবং দেশের প্রধানমন্ত্রী হওয়ার দৌঁড় থেকে আন্দ্রে লিডসম  সোমবার হঠাৎ করেই সরে দাঁড়ানোয় টেরেসা মে’র কোনও প্রতিদ্বন্দ্বী ছিলো না।

আজ সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব শেষ করে বিকেলে ব্রিটেনের রানির কাছে পদত্যাগপত্র জমা দেবেন ক্যামেরন। এর পরপরই আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন  টেরেসা মে।

ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী নিয়ে অবশ্য আশাবাদী বর্তমান প্রধানমন্ত্রী ভেভিড ক্যামেরন। ডেইলি টেলিগ্রাফকে দেয়া এক সাক্ষাতকারে নিজে ক্ষমতা ছাড়লেও নতুন প্রধানমন্ত্রীর মাধ্যমে ব্রিটেনবাসী এক শক্তিশালী দেশকে দেখবে বলেও আশা ব্যক্ত করেন ক্যামেরন।

তবে, প্রধানমন্ত্রীত্বের লড়াইয়ে জয়ী হলেও ব্রেক্সিট বা ইইউ থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে মে’কে সংগ্রামের মুখে পড়তে হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।