চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

আগুয়েরো এখন বার্সেলোনার

কথাবার্তা ঠিক হয়েই ছিল। সোমবার এলো আনুষ্ঠানিক ঘোষণাও। ম্যানসিটিকে সাবেক করে আর্জেন্টাইন সার্জিও আগুয়েরোকে দলে টানার কথা জানিয়ে দিয়েছে বার্সেলোনা।

লিওনেল মেসির প্রিয় বন্ধু, ৩৩ বছর ছুঁতে চলা আগুয়েরোকে দুই বছরের চুক্তিতে ন্যু ক্যাম্পে আনছে কাতালানরা। আসছে ১ জুলাই ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তির মেয়াদ শেষে ফ্রি এজেন্ট হয়ে যাবেন আগুয়েরো। তখন যোগ দেবেন মেসিদের সঙ্গে।

বার্সা আগুয়েরোর বাইআউট ক্লজ ধরেছে ১০ কোটি তথা ১০০ মিলিয়ন ইউরো।

প্রায় দশ বছর ম্যানসিটিতে কাটানো আগুয়েরো সিটিজেনদের হয়ে ৫বার ইংলিশ প্রিমিয়ার লিগ টাইটেল জিতেছেন। সঙ্গে আছে ৬ লিগ কাপসহ মোট ১৫ শিরোপা জয়ের স্মৃতি। শুধু চ্যাম্পিয়ন্স লিগটাই জেতা হয়নি সিটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতার।

বিদেশি খেলোয়াড় হিসেবে ইপিএলে সর্বোচ্চ গোলের রেকর্ডও আগুয়েরোর। সিটিজেনদের হয়ে ৩৯০ ম্যাচে ২৬০ গোল, ৭৪ অ্যাসিস্ট তার নামের পাশে।