চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

স্টেশনে উপচে পড়া ভিড় থাকলেও বাস কাউন্টার ফাঁকা

ঈদ-উল-ফিতরে বাস-ট্রেনের আগাম টিকিট বিক্রির তৃতীয় দিন স্টেশনে উপচে পড়া ভিড় থাকলেও বাস কাউন্টারগুলো ফাঁকা। বিআরটিসির কাউন্টারে টিকিট কিনতে আসা যাত্রীদের দেখা মেলাই ভার। কমলাপুর রেলওয়ে স্টেশনে অল্প সময়ে বেশিরভাগ ট্রেনের টিকিট শেষ হওয়ায় ক্ষোভ জানিয়েছেন যাত্রীরা।

ঈদ সামনে রেখে ৫ দিনের টিকিট বিক্রি কার্যক্রমের তৃতীয় দিনেও দেশের প্রধান ট্রেন স্টেশন কমলাপুর লোকে লোকারণ্য। খুব দ্রুত নির্ধারিত ট্রেনের পছন্দের টিকিট শেষ হয়ে যাওয়ায় ক্ষোভ যাত্রীদের। প্রায় ২২ ঘণ্টা অপেক্ষার পর টিকিট পেয়ে খুশিও অনেক যাত্রী।

এমনিতেই টিকিটের স্বল্পতা তার ওপর সার্ভার ডাউন থাকায় আধ ঘণ্টা বন্ধ থাকে টিকিট বিক্রি। অন্যান্য বার কালোবাজারি সন্দেহে কিছু লোককে প্রতিদিন লাইন থেকে সরানো হলেও এবার তা নেই। বিষয়টি নিয়ে তৎপর বলে দাবি রেলওয়ে পুলিশের।

কমলাপুরে যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হলেও পাশেই দূরপাল্লার বাস কাউন্টারে অগ্রিম টিকিট কিনতে আসা যাত্রীদের দেখা পাওয়া ছিল কঠিন।

সরকারি পরিবহন বিআরটিসি কাউন্টারে ঈদ সামনে রেখে বাসের আগাম টিকিট নিয়ে বসে থাকলেও সেখানে তেমন কোনো যাত্রী আসছে না।

বৃহস্পতিবার কমলাপুর স্টেশন থেকে দেয়া হবে ২৪ জুনের আগাম টিকিট। ওই দিন থেকে ঈদের ছুটি শুরু হওয়ায় যাত্রীদের চাপ আরো বাড়ার আশা করছে রেলওয়ে।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে: