চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

আগামী সপ্তাহেই ভ্যাকসিন বিতরণ: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, করোনাভাইরাসের ভ্যাকসিন বিতরণ শুরু হবে আগামী সপ্তাহে বা সপ্তাহ শেষেই।

থ্যাংকসগিভিংয়ের ছুটিতে প্রবাসে থাকা মার্কিন সেনাদের সঙ্গে ভিডিওবার্তায় কথা বলার সময় একথা বলেন তিনি।

ট্রাম্প সেখানে বলেন, প্রথমে সম্মুখসারীর কর্মী, চিকিৎসা কর্মী ও বয়স্ক বাসিন্দাদের কাছে ভ্যাকসিন পৌঁছানো হবে।

যুক্তরাষ্ট্র প্রথম সপ্তাহে ফাইজার ও বায়োএনটেক কোভিড-১৯ ভ্যাকসিনের ৬৪ লাখ ডোজ বিতরণ করার পরিকল্পনা হাতে নিয়েছে বলে জানা গেছে। এরই মধ্যে জরুরি ভিত্তিতে ব্যবহারের অনুমতির জন্য আবেদনও করা হয়েছে।

বৃহস্পতিবার সর্বশেষ পরিসংখ্যানে দেখা যায়, যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ রোগ ছড়িয়ে পড়ার শুরু থেকে এ পর্যন্ত মোট ২ লাখ ৭১ হাজার ২৯ জন এ ভাইরাসে প্রাণ হারিয়েছে এবং ১ কোটি ৩৪ লাখ ৫৪ হাজার মানুষ আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে নতুন করে আরো ১ হাজার ৩৬৭ জন মানুষ করোনাভাইরাসে মারা গেছে এবং ১ লাখ ৬৪ হাজারের বেশি আক্রান্ত হয়েছে।