চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

আগামীকাল থেকে গণপরিবহন বন্ধ

লকডাউনের অংশ হিসেবে আগামীকাল সোমবার থেকে গণপরিবহন বন্ধ থাকবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার রাজধানীতে সাংবাদিকদের এ কথা জানান ওবায়দুল কাদের।

তিনি বলেন: পণ্য পরিবহন, জরুরি সেবা, জ্বালানি, ঔষধ, পচনশীল, ত্রাণবাহী পরিবহন, সংবাদপত্র, গার্মেন্টস সামগ্রী এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

এসময় জনসাধারণকে স্বাস্থ্যবিধি ও শতভাগ মাস্ক পরিধান নিশ্চিত করার আহবান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন এ ব্যাপারে প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলকে আরো কঠোর হতে হবে।

করোনা সংক্রমণ ও মৃত্যুর হার বেড়ে যাওয়ায় আর কোন ভাবেই উদাসীনতা দেখার সুযোগ নেই,তাই হাটবাজারে, ফেরি,লঞ্চঘাট ও বাসস্ট্যান্ডসহ অন্যান্য জায়গায় গেলে মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে।

আগামীকাল থেকে শুরু হওয়া লকডাউন কার্যকর করার আহবান জানিয়ে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, জীবনের থেকে জীবিকা কোন ভাবেই বড় নয়,আগে নিজে বাঁচুন এবং পরিবারকে বাঁচাতে সহযোগিতা করুন।

তবে সারাদেশে সীমিত আকারে ঘরোয়া ভাবে রাজনৈতিক কার্যক্রম চালানোর নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

রমজানকে সামনে রেখে নিত্যপণ্যের দাম না বাড়ানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়ে ওবায়দুল কাদের।