চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

আগস্টে শ্রীলঙ্কায় বসবে এশিয়া কাপ ক্রিকেটের আসর

আসছে আগস্টে শ্রীলঙ্কায় বসবে এশিয়া কাপ ২০২২ এর আসর। টি-টুয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এবারের আসরটি হবে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে।

শনিবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সাধারণ সভার পরে টুর্নামেন্টের ব্যাপারে বিস্তারিত জানিয়েছে সংস্থাটি। আগস্টের ২৭ তারিখ শুরু হয়ে সেপ্টেম্বরের ১১ তারিখ পর্যন্ত চলবে এশিয়ান ক্রিকেটের সবচেয়ে বড় টুর্নামেন্টটি।

এবারের আসরটি হবে ছয় দল নিয়ে। টেস্ট স্ট্যাটাস প্রাপ্ত পাঁচ এশিয়ান টিম; বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান ও আফগানিস্তান সরাসরি অংশ নিবে টুর্নামেন্টে। ষষ্ঠ দলকে আসতে হবে কোয়ালিফাইয়ার খেলে।

২০১৮ সালে এশিয়া কাপের শেষ আসরটি বসেছিল সংযুক্ত আরব আমিরাতে। বাংলাদেশকে ৩ উইকেটে হারিয়ে সেবার শিরোপা জিতেছিল ভারত। এরপর কোভিড-১৯ এর কারণে ৪ বছর বন্ধ ছিল এশিয়ার ক্রিকেটের আসরটি।