চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয়

আরো একটি নক্ষত্রের পতন হলো দেশের সংগীতাঙ্গনে। বুধবার রাতে চলে গেলেন বিশিষ্ট নজরুল সংগীতশিল্পী, গবেষক, স্বরলিপিকার, সংগীত প্রশিক্ষক ও একুশে পদকপ্রাপ্ত সংগীতশিল্পী খালিদ হোসেন।

খালিদ হোসেনের গাওয়া ছয়টি নজরুল সংগীতের অ্যালবাম প্রকাশিত হয়েছে। এছাড়া আধুনিক গানের একটি ও ইসলামি গানের ১২টি অ্যালবাম প্রকাশ পেয়েছে গুণী এই শিল্পীর কণ্ঠে।

সংগীতে অসামান্য অবদানের জন্য ২০০০ সালে একুশে পদক পান খালিদ হোসেন। এছাড়া পেয়েছেন নজরুল একাডেমি পদক, শিল্পকলা একাডেমি পদক, কলকাতা থেকে চুরুলিয়া পদকসহ আরও অসংখ্য পুরস্কার ও সম্মাননা।

খালিদ হোসেন তার সৃষ্টি গুলোতে বেঁচে থাকবেন অনন্তকাল। এখানে শুনে নিন তাঁর কণ্ঠে গাওয়া কিছু গান:

আমার যাবার সময় হলো:

শোনো শোনো ইয়া এলাহি:

আধো আধো বোল:

কার মঞ্জীর রিনিঝিনি বাজে:

আসিলে এ ভাঙ্গা ঘরে:

এলো কে কাবার ধারে:

তোমার নামের এ কি নেশা:

প্রশংসা সবই কেবল তোমারি:

হাত পেতেছে এই গুনাহগার: