চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

আওয়ামী লীগ মনোনিত প্রার্থীই ১৪ দলের প্রার্থী: নাসিম

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগ যাকে মনোনয়ন দেবে ১৪ দলও তাকে সমর্থন দেবে বলে জানিয়েছে ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র মোহাম্মদ নাসিম। সোমবার বিকেলে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যলয়ে ১৪ দলের নেতাদের বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নাসিম।

তিনি বলেন: আওয়ামী লীগ যাকে মনোনয়ন দেবে ১৪ দল তার পক্ষেই মাঠে নামবে। ঐক্যবদ্ধ ভাবে তাকে বিজয়ী করার জন্য কাজ করবে।

বিএনপির সংলাপের আহ্বানের জবাবে ১৪ দলে অবস্থান জানতে চাইলে নাসিম বলেন: সংলাপের প্রশ্নই ওঠেনা। কিসের সংলাপ তাদের সঙ্গে? সংবিধানে নির্বাচনকালীন সরকারে অবস্থা পরিস্কার ভাবে ব্যাখ্যা করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে দেওয়া সরকারের চার বছর পূর্তির ভাষণে সব কিছু স্পষ্ট করেছেন।

বিএনপি চাইছে নির্বাচনের আগে পার্লামেন্ট যেনো ভেঙ্গে দেয়া হয়। এটা সংবিধান পরিপন্থী বলে মন্তব্য করেন আওয়ামী লীগের এ প্রেসিডিয়াম সদস্য।

দাবি মেনে না নেওয়া হলে বিএনপি যদি আবারও জ্বালও পোড়াওয়ের পথ বেছে নেয় তাহলে সরকার কি করবে? এমন প্রশ্নের জবাবে নাসিম বলেন: জ্বালাও-পোড়াও মোকাবেলা করার অভিজ্ঞতা সরকারের আছে। ১৪ দলও ভালো করেই জানে কিভাবে এটা মোকাবেলা করতে হবে। তাই ভীত হওয়ার কোন কারণ নেই।

সংবাদ সম্মেলনে ১৪ দলের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাসদের সাধারণ সম্পাদক শিরিন আখতার, গণতন্ত্রী পার্টির শাহাদাত হোসেনসহ অন্যান্যরা।