চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

আইয়ুব বাচ্চু বেঁচে থাকবেন তাঁর অমর সৃষ্টিতে

আইয়ুব বাচ্চু। একটি ইতিহাসের নাম। বাংলাদেশের ব্যান্ড মিউজিকের ইতিহাস নিয়ে কোনো গ্রন্থ রচনা করা হলে যার নাম চলে আসবে একদম শীর্ষের কাতারে, তিনিই সেই মানুষ। যে ইতিহাসের সাথে জড়িয়ে আছে বাংলাদেশের ব্যান্ড সংগীত। অনেকে তাকে ‘এবি’ বলেও ডাকতো। কতো শত তরুণ ভালোবেসে গিটার হাতে নিয়েছে এবং গানকে নেশা থেকে পেশায় পরিণত করেছে এই মানুষটিকে দেখে, তার ইয়ত্তা নেই। কোটি কোটি শ্রোতা তার গান গেয়ে ওঠেন প্রতিদিন। আজও নিশ্চয়ই অনেকে গেয়েছেন। মনে পড়ে গেছে তার অনেক জনপ্রিয় গানের কথা? তবে সবাই আজ মনটা খারাপ করেই গান গেয়েছেন আইয়ুব বাচ্চুর। আজ যে আইয়ুব বাচ্চু চলে যাওয়ার দিন। আজই কি বেশি অচেনা হয়ে উঠলেন আইয়ুব বাচ্চু? আইয়ুব বাচ্চু যখন ব্যান্ড মিউজিক শুরু করেন তখন এতো প্রযুক্তি ছিলো না। ছিলো না এখনকার মতো টনটনে শব্দব্যবস্থা। ভাল গিটার। ভাল প্রসেসর। কিন্তু যা ছিল তা হলো ভাল কথা ছিল, ভাল সুর ছিল, ভাল কম্পোজিশন ছিল। রুচিবোধ ছিল। একটি সুশিল্প ছিল। আইয়ুব বাচ্চু বাংলাদেশের ব্যান্ড মিউজিকের সোনালী যুগের সেই মানুষ যার আঙুলে ছয়টি তার বেজেছে শুদ্ধভাবে, সুন্দরভাবে, সুরে সুরে। তিনিই সাহস দেখিয়েছেন ডাবল ক্যাসেটে অ্যালবাম প্রকাশ করার। এলআরবি’র (লাভ রানস ব্লাইন্ড) প্রথম সেই ডাবল-ক্যাসেট অ্যালবামের পর একের পর এক জনপ্রিয় গান এবং অ্যালবাম উপহার দিয়েছেন তিনি। আর মানুষ উড়াল দিয়েছে আকাশে তার সেইসব গান শুনে। এভাবে তিনি নিজেই একটি প্রতিষ্ঠানে পরিণত হন। বহু মানুষ গড়ার কারিগর হিসেবে তাঁর ছিল সুখ্যাতি। শুধু একজন গিটারবাদক হিসেবে, একজন কম্পোজার হিসেবে আইয়ুব বাচ্চুকে বিচার করলে হবে না, তিনি ভক্তদের হাতজোড় করে বলে গিয়েছেন পিতামাতাকে বৃদ্ধাশ্রমে না পাঠাতে। চ্যানেল আই অনলাইন প্রচার করে সেই সংবাদটি। তাঁর সামাজিক দায়বদ্ধতা ছিল চোখে পড়ার মত। তিনি আরও চেয়েছিলেন নতুন ব্যান্ডদলগুলোও উঠে আসুক। তাই চ্যানেল আইয়ের সঙ্গে একতাবদ্ধ হয়ে শুরু করেন ব্যান্ড ফেস্ট। তারও আগে ডিজুস রকস্টার। এই সব সফলতার পেছনের মানুষটির নাম আইয়ুব বাচ্চু। দিনশেষে মনে হচ্ছে তাঁর রূপালি গিটারটি আর কোনোদিন বেজে উঠবে না। সত্যিই কি তাই? তিনি যে বহু মানুষকে অনুপ্রাণিত করেছেন। তারাই তো বাঁচিয়ে রাখবে আইয়ুব বাচ্চুর গিটারকে, তাঁর গানকে, তাঁর অসামান্য সৃষ্টিকে। চ্যানেল আই পরিবার এই কিংবদন্তির মৃত্যুতে গভীর শোকাহত এবং আমাদের সার্বক্ষণিক প্রার্থনায় থাকবেন তিনি। আইয়ুব বাচ্চু অমর হয়ে থাকবেন কোটি কোটি ভক্তদের ভালোবাসায়।