চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

আইসিসির ‘মার্চ সেরা’ হওয়ার দৌড়ে যারা

মার্চ মাসের আইসিসি ‘প্লেয়ার অব দ্য মান্থ’ হওয়ার দৌড়ে বাবর আজম, প্যাট কামিন্স ও ক্রেইগ ব্র্যাথওয়েট। মেয়েদের বিশ্বকাপে নজরকাড়া পারফর্ম করে সেরার জন্য মনোনীত হয়েছেন সোফি একলেস্টোন, র‌্যাচেল হেইনেস ও লরা ওলভার্ড।

গত মাসটা স্বপ্নের মতো কাটিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে ঘরের মাঠে উসমান খাজা ও আবদুল্লাহ শফিকের পর তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। ৫ ইনিংসে ৭৮ গড়ে ৩৯০ রান করেছেন। করাচি টেস্টের দ্বিতীয় ইনিংসে ১৯৬ রানের হার না মানা ইনিংসও আছে যার মধ্যে।

ওয়ানডে সিরিজেও সেই ধারা বজায় রেখে প্রথম ম্যাচে ৫৭ রান তোলেন। দ্বিতীয় ম্যাচে ১১৮ রান তুলে জয়ে ভূমিকা রেখে আইসিসির মার্চ মাসের সেরা হওয়ার দৌড়ে আছেন পাকিস্তান অধিনায়ক।

ইংলিশদের বিপক্ষে টেস্টে নজর কেড়ে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট আছেন তালিকায়। ৬ ইনিংসে ৩৪১ রান আসে ব্যাটে। গড় ৮৫.২৫। যার মধ্যে ১৬০ রানের অনবদ্য ব্যাটিং শৈলীময় এক ইনিংস আছে।

লাহোর টেস্টের প্রথম ইনিংসে ৫৬ রানে ৫ উইকেট তোলার পর দ্বিতীয় ইনিংসে ২৩ রান খরচায় ৩ উইকেট নিয়ে অজিদের সিরিজ নিশ্চিত করায় বড় ভূমিকা রেখেছেন অধিনায়ক প্যাট কামিন্স। আছে সেরার দৌড়েও।

মেয়েদের বিশ্বকাপে ইংলিশদের ফাইনালে তোলার অন্যতম কারিগর বাঁহাতি স্পিনার সোফি একলেস্টোন। আসরে সর্বোচ্চ ২১ উইকেট তুলেছেন। সেমিফাইনালে ক্যারিয়ারসেরা ৩৬ রানে ৬ উইকেটে নিয়েছেন। দলকে যদিও বিশ্বকাপ জেতাতে পারেননি অস্ট্রেলিয়ার বিপক্ষে।

র‌্যাচেল হেইনেস বিশ্বকাপে ৬২.১২ গড়ে ব্যাট চালিয়ে ৪৯৭ রান তুলে আসরের দ্বিতীয় সেরা রান সংগ্রাহক ছিলেন। তিন অর্ধশকের সাথে এক শতক রয়েছে তার।

আসরে ৮ ম্যাচে ৫ অর্ধশতক তুলে ৫৪.১২ গড়ে ৪৩৩ রান তুলেছেন সাউথ আফ্রিকান ওপেনার লরা ওলভার্ড। নজর কেড়েছেন ভারতের বিপক্ষে ৭৯ বলে ৮০ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলে সেমি নিশ্চিত করায়।