চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

আইসিটি ডিভিশনের ওয়েবসাইট ভারতীয় হ্যাকারদের দখলে

বাংলাদেশি হ্যাকাররা ভারতীয় কয়েকটি ওয়েবসাইট হ্যাক করায় পাল্টা আক্রমন হিসেবে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের ওয়েবসাইট হ্যাক হয়েছে। ওয়েবসাইটটি পুনরুদ্ধার এবং হ্যাকিংয়ের ঘটনা তদন্তে ইতোমধ্যে আইসিটি বিভাগ কাজ শুরু করেছে।

আইসিটি বিভাগের জনসংযোগ কর্মকর্তা আবু নাসের চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘শুক্রবার বাংলাদেশি হ্যাকাররা ভারতীয় কয়েকটি ওয়েবসাইট হ্যাক করে। ওই হামলার জবাবে আমাদের ওয়েবসাইট পাল্টা হামলার শিকার হয়েছে। সাইট পুনরুদ্ধার এবং হ্যাকিংয়ের ঘটনা তদন্তে আমরা কাজ করছি।’

শনিবার দুপুরে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ওয়েবসাইট হ্যাক হয়। এসময় http://www.ictd.gov.bd ঢুকে দেখা যায়, সেখানে ইংরেজিতে ‘হ্যাকড বাই রাহু/ ডিড ইট ফর ইন্ডিয়া/ ইওর ওয়েবসাইট ইজ ওনড বাই আস’ লেখা রয়েছে। এখন পর্যন্ত উক্ত ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে না।

এর আগে ২০১৫ সালের ৪ জুলাই আইসিটি বিভাগের একটি সাব-ডোমেইন হ্যাক হয়েছিল। তখন ‘এইচ ফোর সিকে থ্রিআর জিরো জিরো সেভেন’ নামের একটি হ্যাকার গ্রুপ ওয়েবসাইটটি হ্যাক করে। কিন্তু সেই ওয়েবসাইট খুব দ্রুত সময়ে পুনরুদ্ধার করা হয়েছিল।

কিন্তু এবারের হ্যাকের ঘটনায় শনিবার বিকেল ৪টা পর্যন্ত আইসিটি ডিভিশনের ওয়েবসাইট পুনরুদ্ধার হয়নি।