চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

আইন পাসের পর এইচএসসি অটোপাসের ফল: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, আগামী সংসদ অধিবেশনে এইচএসসি-সমমান পরীক্ষার অটোপাসের আইন পাস করা হবে। তারপর দ্রুত গেজেট প্রকাশ করে ফলাফল ঘোষণা করা হবে।

সোমবার দুপুরে এসব কথা জানান তিনি।

এর আগে মন্ত্রিসভায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড আইনের সংশোধনীর অনুমোদন দেয়া হয়।

আগামী ১৮ জানুয়ারি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ একাদশ জাতীয় সংসদের একাদশ অধিবেশন আহ্বান করেছেন। ওই অধিবেশনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড আইনের সংশোধনী পাস করা হবে।

করোনাভাইরাস সংক্রমণের কারণে গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কওমি মাদরাসা ছাড়া কয়েক দফায় কিন্ডার গার্টেনসহ অন্যসব শিক্ষা প্রতিষ্ঠান আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত ছুটি বাড়ানো হয়েছে।

এমন পরিস্থিতিতে গত বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা নিতে পারেনি সরকার। এরপর গত ৭ অক্টোবর সব শিক্ষার্থীকে অটোপাস করিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় শিক্ষামন্ত্রণালয়।

বেশ কয়েক বছর ধরে ১ ফেব্রুয়ারি থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা এবং ১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এ বছরও করোনাভাইরাস পরিস্থিতির কারণে তা হচ্ছে না।