চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

আইনশৃঙ্খলা অবস্থার অবনতি হয়েছে: রওশন

দেশের সাম্প্রতিক হত্যাকাণ্ড নিয়ে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, আইনশৃঙ্খলা অবস্থার অবনতি হয়েছে, ঘটনাগুলো মোটেই স্বাভাববিক নয় বলেও মন্তব্য করেছেন তিনি।

রোববার ২০১৬-১৭ অর্থবছরের বাজেট ঘোষণার ৩ দিন পর বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ সংবাদ সম্মেলন এসব মন্তব্য করেন।

বাজেটের খুটিনাটি তুলে ধরে মোবাইল ট্যাক্স বড়ানোয় এবং ব্যাংক ও শেয়ারবাজারের নিরাপত্তা নিয়ে সুনির্দিষ্ট দিক নির্দেশনা না থাকার সমালোচনা করেছেন রওশন। গতবছরের মতো এবারও বাজেটের লক্ষ্য অর্জন নিয়ে শংকা প্রকাশ করেছেন তিনি।

বাজেট নিয়ে সংবাদ সম্মেলন হলেও সাম্প্রতিক সময়ের হত্যাকাণ্ড এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিরোধীধলীয় নেতা বলেন, প্রথমবারের মতো দলীয় প্রতীকে ৬ ধাপের ইউপি নির্বাচন সুষ্ঠু হয়নি এবং দেশে আইনশৃঙ্খলার অবনতি ঘটেছে।