চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

আইএস অবস্থানে বিমান হামলার বিষয়ে ব্রিটিশ পার্লামেন্ট উত্তপ্ত

সিরিয়ায় আইএস অবস্থানে বিমান হামলার অনুমোদন নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে ভোট গ্রহণ হয়েছে। প্রধানমন্ত্রী ক্যামেরন আইএস অবস্থানে হামলার প্রস্তাবের পক্ষে ভোট চাইলে বিরোধিতা করেন লেবার নেতা জেরেমি করবিন। বিতর্কের এক পর্যায়ে ক্যামেরন বলেন, প্রস্তাবের বিরোধিতাকারীরা সন্ত্রাসীদের প্রতি সহানুভতিশীল। এই বক্তব্যে প্রধানমন্ত্রীকে ক্ষমা চাইতে বলেন বিরোধীদলীয় নেতার করবিন।

সিরিয়ায় আইএস অবস্থানে বিমান হামলার অনুমোদন নিয়ে আলোচনার শুরুতেই উত্তপ্ত হয়ে ওঠে ব্রিটিশ পার্লামেন্ট। বিমান হামলার বিরোধীরা ‘সন্ত্রাসীদের প্রতি সহানুভূতিশীল’ প্রধানমন্ত্রী ক্যামেরনের এ মন্তব্যে ক্ষিপ্ত হয়ে ওঠে বিরোধী লেবার এমপিরা। বিরোধীদলীয় নেতা জেরেমি করবিন প্রধানমন্ত্রী ক্যামেরনকে ক্ষমা চাইতে বলেন।

আগে থেকেই ইরাকে জঙ্গিগোষ্ঠী আইএস অবস্থানে বোমা হামলা চালাচ্ছে ব্রিটেন। আাইএস নির্মূল মিত্র দেশ ফ্রান্স, যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার সঙ্গে বিমান হামলা চালাতে চায় বিওটেন। প্রধানমন্ত্রী ক্যামেরন মানুষ হত্যাকারীদের’ নির্মূলে প্রস্তাবের পক্ষে ভোট দিতে এমপিদের আহ্বান জানান।

বিমান হামলার পাশাপাশি সিরিয়ার ৭০ হাজার মডারেট যোদ্ধা এবং ২০ হাজার কুর্দি সেনাদের নিয়ে ব্রিটেন কাজ করতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। আসাদ সরকাারের বিষয়ে রাশিয়ার সঙ্গে মতপার্থক্য কমে আসার কথাও পার্লামেন্টকে জানান তিনি।

সিরিয়ায় ব্রিটিশ বিমান হামলার সমর্থন চেয়ে এর আগে ২০১৩ সালে ব্যর্থ হয়েছিলেন ক্যামেরন। এবার পক্ষে ভোট নিশ্চিত করেই পার্লামেন্টে বিলটি আলোচনায় দেওয়া হয়। স্বাধীন ভোটদানের ক্ষমতা পাওয়ায় অনেক লেবার এমপিও ক্যামরনের প্রস্তাবে ভোট দিয়েছেন।