চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

অ্যাপলকে ব্যঙ্গ করে আবারও স্যামসাংয়ের বিজ্ঞাপন

দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাং আবারও মার্কিন অ্যাপলকে নিয়ে ব্যঙ্গ করে বিজ্ঞাপন বানিয়েছে। প্রতিষ্ঠানের ফ্ল্যাগশিপ ফোন গ্যালাক্সি এস৯ নিয়ে বানানো এক বিজ্ঞাপনে এমনটা করেছে স্যামসাং।

‘ইনজেনিয়াস: স্পিড’ শিরোনামে ৩০ সেকেন্ডের ওই বিজ্ঞাপনে দেখা গেছে, অ্যাপল স্টোরে এক নারী ক্রেতা আইফোন টেন কেনার ব্যাপারে চিন্তা করছেন। এমন সময় একজন বিক্রয় কর্মী এগিয়ে এলে ওই নারী তাকে ফোনের ডাউনলোড স্পিডের ব্যাপারে জিজ্ঞেস করেন। তখন বিক্রয় কর্মী তাকে বলেন, ‘আইফোন টেনের ডাউনলোড স্পিড আইফোন ৮-এর চেয়ে বেশি।

এরপর ওই নারী নিশ্চিত হওয়ার জন্য জিজ্ঞেস করেন, ‘আইফোন টেনের ডাউনলোড স্পিড গ্যালাক্সি এস৯-এর মতো না। তাই না?’ অ্যাপলের সেই বিক্রয় কর্মী এ কথার জবাব কী দেবেন তা বুঝে উঠতে পারেননি।

এরপরে ভিডিওর শেষে লেখা হয় ‘আপগ্রেড টু গ্যালাক্সি’।

গ্যালাক্সি এস৯ যথেষ্ট পরিমাণে বিক্রি হচ্ছে না—এমন প্রতিবেদন প্রকাশের পরদিনই বিজ্ঞাপনটি প্রচার করেছে স্যামসাং। আর এমন বিজ্ঞাপন এই প্রথম না। স্যামসাং এর আগেও অ্যাপলকে নিয়ে রসিকতা করে বিজ্ঞাপন তৈরি করেছিল।