চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

অ্যান্ড্রয়েড অটো অ্যাপসহ গাড়ি রাস্তায়

ফোনের পাশাপাশি এখন গাড়িতেও অ্যান্ড্রয়েড অ্যাপ, এই অটো অ্যাপটি সর্বপ্রথম হুন্দাই সোনাতা গাড়িতে ব্যবহার করা হচ্ছে। গুগল এবছর মার্চে এই অ্যাপটি উদ্বোধন করেছিল।

যাদের ইতিমধ্যেই হুন্দাই সোনাতা গাড়ি আছে, তারা তাদের ড্যাশবোর্ড সফটওয়্যার আপডেট করে অ্যান্ড্রয়েড অটো অ্যাপটি ব্যবহার করতে পারবেন।

হুন্দাই বলছে, এই অ্যাপটি এক গাড়ি থেকে আরেক গাড়িতে ইউএসবি ক্যাবলের মাধ্যমে ট্রান্সফার করেও ব্যবহার করা যাবে। অ্যান্ড্রয়েড ললিপপ ৫.০ ও এর পরের ভার্সনের ফোন কানেক্ট করেও এটি ব্যবহার করা যাবে।

অ্যাপটিতে গুগলের বিভিন্ন ফিচার যেমন, গুগল ম্যাপ, সার্চ, মিউজিক এবং ভয়েস সুবিধা রয়েছে। অ্যাপলের ‘কার প্লে’ অ্যাপের মতোই বিভিন্ন সুবিধা থাকছে গুগল অটো অ্যাপে।