চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

অ্যান্ট গ্রুপের নিয়ন্ত্রণ ছাড়ছেন জ্যাক মা

আলিবাবা ও আলি-পে সহ কয়েকটি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা জ্যাক মা বহু ঘটনার পরে অ্যান্ট গ্রুপের নিয়ন্ত্রণ ছাড়তে যাচ্ছেন।

স্বনামধন্য চায়না টেক জায়ান্ট অ্যান্ট গ্রুপ আজ শনিবার একটি বার্তায় এ তথ্য জানিয়েছে।

শেয়ারহোল্ডারদের সিদ্ধান্ত অনুযায়ী, দ্রুততার সাথে কয়েক দফায় জ্যাকের শেয়ার হস্তান্তর করা হবে। এই প্রক্রিয়া শেষ হলে কোম্পানির যে কোন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তার মতামত প্রদানের একক ক্ষমতা থাকবে না।

২০২০ সালের শেষের দিকে নানা ঘটনার প্রেক্ষিতে অ্যান্ট গ্রুপের ৩৭ বিলিয়ন ডলারের আইপিও আচমকা বন্ধ হয়ে যায়, যার ফলে আর্থিক প্রযুক্তি প্রতিষ্ঠানটিকে পুনর্গঠনের দিকে ঠেলে দেয়।

শুরুর দিকে  জ্যাক মা অ্যান্ট গ্রুপের ৫০ শতাংশের বেশি শেয়ারের মালিক থাকলেও বার্তা সংস্থা রয়টার্সের হিসাব অনুযায়ী, বর্তমানে তা ৬ দশমিক ২ শতাংশ।

বিশিষ্টজনদের মতে অ্যান্ট গ্রুপ প্রতিষ্ঠার মাধ্যমে জ্যাক মা চীনসহ সারাবিশ্ব জুড়ে টেক উদ্যোক্তাদের বিনিয়োগে উদ্বুদ্ধ করেছেন।