চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

অস্বস্তি নিয়ে লাঞ্চে বাংলাদেশ

সকাল থেকে ডিফেন্স করে গেছেন উপুল থারাঙ্গা এবং দিমুথ করুনারত্নে। করুনারত্নে শেষ পর্যন্ত ফিরলেও থারাঙ্গা বাংলাদেশের অস্বস্তি বাড়িয়ে লাঞ্চে গেছেন। শ্রীলঙ্কার লিড ২৬৯।

একদিকে শুভাশিস রায়। আরেকদিকে মেহেদী হাসান মিরাজ। চতুর্থদিন সকালে এভাবে শুরু করেন অধিনায়ক মুশফিকুর রহিম। এর মাঝে একটি সুযোগও এসেছিল। সাকিব একটু তৎপরতা দেখাতে পারলে ফায়দা লোটা যেত। দিনের ষষ্ট ওভারে মিরাজকে উইকেট ছেড়ে এসে তুলে মেরেছিলেন দিমুথ করুনারত্নে। কাভারের উপর দিয়ে পাঠাতে চেয়েছিলেন। শর্ট কাভারে সাকিব লাফিয়ে বল প্রায় ধরেই ফেলেন। কিন্তু বলে হাত জমাতে ব্যর্থ হন। ৭ রানে বেঁচে যান করুনারত্নে।

চতুর্থদিন ভোরে গলের আকাশে মেঘ ছিল। আবহাওয়া প্রথম তিনদিনের চেয়ে বেশ ঠাণ্ডা। পূর্বাভাস বলছে, যেকোনো সময় বৃষ্টি হতে পারে।