চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

অস্কার পাবে ‘লাওন’?

খুবই গরীব সরু হারিয়ে যায় ৫ বছর বয়সে । গ্রামের নাম ঠিক মতো বলতে পারে না, হিন্দি ছাড়া কিছু জানে না, মায়ের নাম জানে না। অনেক ঘটনার মধ্য দিয়ে শেষ পর্যন্ত সরুকে দত্তক নেয় এক অষ্ট্রেলীয় দম্পতি। খুব গরীব ছিল বলে জিলাপির দিকে তাকিয়ে থাকতো সরু ও তার ভাই। ২৫ বছর পরে সেই ​জিলিপি তাকে মনে করিয়ে দেয় ছোটবেলার কথা। গুগল ম্যাপ ও ফেসবুক গ্রুপই তার ভরসা। খুঁজতে লাগলো সরু।

দেব পাটেল এবার অস্কারে সহঅভিনেতার মনোনয়ন পেয়েছে। তবে ছোট সরুর অভিনয়শিল্পী সানি আরও ভালো। সব মিলিয়ে চোখ আটকে থাকার মতো সিনেমা। অসাধারণ অভিনয়। মনোনয়ন পেয়েছেন নিকোল কিডম্যানও। মনোনয়ন পেয়েছে সেরা ছবিরও।

‘লাওন’ ছবির পোস্টার

সরু আসলে নিজের নামটাও ঠিকমতো উচ্চারণ করতে পারত না। নাম ছিল আসলে শেরু। শের থেকে শেরু। মানে সিংহ। তাই সিনেমাটার নাম ‘লাওন’।

সত্য ঘটনা থেকে মুভি। পরশু সকালে অস্কার। অনেকের মতে, ছবিটা এবার নাকি অস্কার পেতে পারে কয়েকটা।