চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

অসদাচরণের দায়ে ওয়াল্ট ডিজনি ছাড়তে হচ্ছে লেসেটারকে

‘অসদাচরণের’ দায়ে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াভিত্তিক ওয়াল্ট ডিজনি কোম্পানির অ্যানিমেশন বিভাগের প্রধান পদ ছাড়তে হচ্ছে জন লেসেটারকে (৬১)।

জন লেসেটার পিক্সার অ্যানিমেশন স্টুডিও’র সহপ্রতিষ্ঠাতা।

বিখ্যাত অ্যানিমেশন চলচ্চিত্র ‘দ্য টয় স্টোরি’র এই পরিচালকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠেছিলো, যাকে তিনি নিজে অভিহিত করেছেন ‘অনাকাঙ্ক্ষিত আলিঙ্গন’ বলে।

হলিউড রিপোর্টার ম্যাগাজিনের একটি প্রতিবেদনেই প্রথম লেসেটারের বিরুদ্ধে এই অভিযোগ উঠে আসে। গত বছরের নভেম্বর থেকেই তাকে বাধ্যতামূলক ছুটি দেয়া হয়। এখন চলতি বছরের শেষ দিকে তাকে ডিজনি ছাড়তে হবে।

লেসেটার জানিয়েছেন, ডিজনি ছাড়ার পর ‘তিনি নতুন সৃজনী চ্যালেঞ্জের দিকে মনোনিবেশ করবেন’।

হলিউডের প্রযোজক হার্ভি ওয়েনস্টিনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এবং এরপর ‘মি টু’ আন্দোলনের প্রেক্ষীতে অনেকের বিরুদ্ধেই এমন অভিযোগ উঠে।

কোম্পানি ছেড়ে দেওয়ার আগপর্যন্ত আগামী ৬ মাস লেসেটার ডিজনির উপদেষ্টার ভূমিকা পালন করবেন বলে জানিয়েছে কোম্পানিটি।

২০০৬ সালে ডিজনিতে যোগ দেন লেসেটার।

১৯৯৫ সালের জনপ্রিয় টয় স্টোরি পরিচালনার পাশাপাশি, এ বাগ’স লাইফ, কার্স, ফাইন্ডিং নিমো, ওয়াল-ই, আপ, ফ্রোজেনের মতো জনপ্রিয় অ্যানিমেশন চলচ্চিত্রগুলোর নির্মাণে রয়েছে তার অবদান।