চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

অমিতাভের ‘রিকশা গার্ল’ নাম পাল্টে ‘নাইমার রঙ’

ব্যবসা সফল ছবি ‘আয়নাবাজি’র পর এবার ‘নাইমার রঙ’ নিয়ে আসছেন অমিতাভ রেজা চৌধুরী….

বাংলা চলচ্চিত্রের ইতিহাসে ব্যবসা সফল ছবি ‘আয়নাবাজি’ নির্মাণের পর নিজের দ্বিতীয় ছবি শুরু করেছেন অমিতাভ রেজা। ছবির নাম এতোদিন ধরে সবাই ‘রিকশা গার্ল’ জেনে আসলেও শেষ সময়ে এসে করতে হলো ছবির নাম পরিবর্তন।

শুক্রবার চ্যানেল আই অনলাইনকে অমিতাভ রেজা জানালেন, আমাদেরকে জানালো হলো ইংরেজি নাম বাংলাদেশে সেন্সর হয় না। তাই আমরা ছবির নাম পরিবর্তন করেছি।

ছবির নতুন নাম ‘নাইমার রঙ’ বলেও জানান অমিতাভ। এ বিষয়ে তিনি বলেন, নাম নিয়ে সেন্সর বোর্ডের জটিলতায় পড়তে চাই না। তাই নাম পরিবর্তন করে ‘নাঈমার রঙ’ রাখা হয়েছে, পাশাপাশি ইংরেজিতে ‘রিকশা গার্ল’ নামটিও থাকছে। তবে সেন্সর হবে বাংলা নামেই।

‘নাইমার রঙ’-এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন অভিনয়শিল্পী নভেরা রহমান। গেল মাসের মাঝামাঝিতে রাজধানীর বাইরে টানা ৭/৮ দিন শুট করেছেন বলে জানান নির্মাতা। শিগগির আবার শুটিংয়ে যাবেন, তবে এ বিষয়ে এর বেশি বলতে নারাজ অমিতাভ।

‘রিকশা গার্ল’-এর লেখিকা মিতালি পারকিনসের সাথে অমিতাভ রেজা

২০০৭ সালে ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের লেখিকা মিতালি পারকিনসের বেস্টসেলার উপন্যাস ‘রিকশা গার্ল’ এর ওপর ভিত্তি করে নির্মিত হচ্ছে ‘নাইমার রঙ’। উপন্যাসটিকে চিত্রনাট্যে রূপান্তর করেন আলোচিত টেলিভিশন সিরিজ ‘কোয়ান্টিকো’র লেখক দলের অন্যতম সদস্য বাংলাদেশি শর্বরী জোহরা আহমেদ। সঙ্গে ছিলেন নাফিজ আমিন।

২০১৫ সাল থেকে বাংলাদেশ তথ্য মন্ত্রণালয় বাংলা ছবির ইংরেজি নাম দেয়াকে নিরুৎসাহিত করে আসছে। এ নিয়ে সুনির্দিষ্ট কোনো আইন না থাকলেও তথ্য মন্ত্রণালয় কিছু ক্ষেত্রে ব্যতিক্রম ছাড়া বাংলাদেশি সিনেমার নাম দিতে হবে বাংলাতেই, এমনটাই বলে আসছে।