চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

অমর একুশ: ঢাবিতে ছবি ও পোস্টার লাগানো নিষেধ

একুশের ভাবগাম্ভীর্য ও সৌন্দর্য রক্ষায় এমন উদ্যোগ

অমর একুশের ভাবগাম্ভীর্য এবং সৌন্দর্য রক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকার কোনো দেয়ালে ছবি, পোস্টার ও ব্যানার লাগানো যাবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

রোববার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অমর একুশে ফেব্রুয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সুষ্ঠুভাবে উদযাপনের জন্য ১৮ ফেব্রুয়ারি থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পরিষ্কার-পরিচ্ছন্নতা, রং ও সাজ-সজ্জার কাজ শুরু হবে।

‘এই সময়ে শহীদ মিনারে কোনো সংগঠন কোনো প্রকার অনুষ্ঠান আয়োজন করতে পারবে না। এছাড়াও অমর একুশের ভাবগাম্ভীর্য এবং সৌন্দর্য রক্ষায় বিশ্ববিদ্যালয় এলাকার দেয়ালে কোনো ছবি, পোস্টার ও ব্যানার না লাগাতে সকলের প্রতি অনুরোধ করা হয়েছে।’