চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

অমর একুশে গ্রন্থমেলা ২ সপ্তাহ

এবারের বইমেলায় প্রতিদিন সময় বাড়ানো হয়েছে ১ ঘণ্টা। বিগত বছরে দুপুর ৩টায় বইমেলা শুরু হলেও এবার দুপুর ২টা থেকে শুরু হয়ে চলবে রাত ৯টা পর্যন্ত।

১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে অমর একুশে গ্রন্থমেলা, যা চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। করোনা সংক্রমণ হার কমলে বাড়তে পারে বইমেলার পরিধি।

বুধবার (৯ ফেব্রুয়ারি) সকালে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। বাংলা একাডেমির কবি শামসুর রাহমান মিলনায়তনে বইমেলা পরিচালনা কমিটির তৃতীয় সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানান তিনি।

প্রতিমন্ত্রী জানান, শুক্র ও শনিবার বইমেলা শুরু হবে বেলা ১১টা থেকে। সপ্তাহের অন্যদিন মেলা শুরু হবে দুপুর ২টা থেকে, শেষ হবে রাত ৯টায়।

প্রতিমন্ত্রী আরো বলেন, ১৫ ফেব্রুয়ারি বিকেল ৩টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি মেলার উদ্বোধন করবেন।

করোনা মহামারীর কারণে এ বছর অমর একুশের গ্রন্থমেলা দুই সপ্তাহ পিছানোর সিদ্ধান্ত নেয় সরকার। গত বছরও করোনার কারণে একুশে বইমেলা নির্ধারিত সময়ে শুরু হয়নি। পরে বিধিনিষেধের মাঝে ১৮ মার্চ মেলা শুরু হয়।