চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

অভ্যন্তরীণ বাজারে তেলের দাম বাড়াচ্ছে সৌদি আরব

অভ্যন্তরীণ বাজারে জ্বালানি তেলের দাম বাড়ানো চিন্তা-ভাবনা করছে সৌদি আরব। ব্যাপক ভর্তুকি দেয়া এই খাতে চাপ কমাতেই দাম বাড়ানো হবে বলে জানিয়েছে দেশটির প্রাকৃতিক সম্পদ ও পেট্রোলিয়াম মন্ত্রী আলী আল-নাঈমী। এক সাক্ষাতকারে আল-নাঈমী বলেন, সমস্ত ধরনের জ্বালানির দামই বাড়বে। তবে এগুলো এখনো পর্যালোচনার মধ্যে রয়েছে।

১৯৭১ সালের পর থেকে সৌদি আরবে জ্বালানি খরচ নয়টি ধাপে বেড়েছে। তবে এই খাতে ব্যাপক ভর্তুকি দেয় সরকার। এক সমীক্ষায় দেখা গেছে বিশ্বের সবচেয়ে বেশি মাথাপিছু ভর্তুকি দেয় সৌদি আরব। বিদ্যুৎ ও পানি খাতেও ব্যাপক ভর্তুকি দেয় দেশটি।

সারা বিশ্বে তো বটেই, উপসাগরীয় দেশগুলোর মধ্যে সৌদি আরবে জ্বালানি তেলের দাম সবচেয়ে কম। দেশটির নাগরিকরা মাত্র ২৩ সৌদি রিয়াল দিয়ে গাড়ির পুরো টাঙ্কি ভরতে পারেন।

গত বছর বিশ্বব্যাংকের একজন সিনিয়র কর্মকর্তা বলেন, উপসারগীয় দেশগুলো জ্বালানি খাতে বছরে ১৬০ বিলিয়ন ডলার ভর্তুকি দেয়। এর অর্ধেকই দেয় সৌদি আরব।

তবে বিশ্বব্যাপী তেলের দাম কমে যাওয়া রাজকোষাগারে কোনো ঘাটতি পড়েনি বলে জানান মন্ত্রী আলী আল-নাঈমী। তিনি বলেন, বিচক্ষণ প্রত্যেকটা দেশই তাদের অর্থনীতিতে বৈচিত্র্য আনে।

সৌদি সরকারের রাজস্ব আয়ের ৯০ শতাংশই আসে তেল বিক্রি থেকে।

প্রসঙ্গত, এক সপ্তাহ আগে আইএমএফ জানিয়েছে, আগামী পাঁচ বছরের মধ্যে দেউলিয়া হতে পারে সৌদি আরব।