চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

কাজ না করে বেতন চান না, অব্যাহতি চাইলেন সুমন

স্বেচ্ছামূলক সামাজিক কাজের ব্যস্ততায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সময় দিতে পারছেন না জানিয়ে প্রসিকিউটর পদ থেকে অব্যাহতির আবেদন করেছেন আলোচিত-সমালোচিত আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

প্রায় ৭ বছর আগে প্রসিকিউটর বা রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসাবে যোগ দেওয়া সুমন বৃহস্পতিবার তার অব্যাহতিপত্র পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে।

সেই অব্যাহতিপত্রে তিনি লিখেছেন, ‘‘আমি বিগত ১৩-১১-২০১২ তারিখ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউটর হিসেবে যোগদান করি। যোগদানের পর থেকেই বিভিন্ন মামলা অত্যন্ত নিষ্ঠার সাথে পরিচালনা করেছি। কিন্তু ইদানিং বিভিন্ন সামাজিক স্বেচ্ছামূলক কাজে নিবিড়ভাবে জড়িত হয়ে যাওয়ার কারণে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মতো রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে সম্পূর্ণ নিষ্ঠার সাথে সময় দিতে পারছি না।

এমতাবস্থায় সরকারি কোষাগার থেকে বেতন নেওয়াকে আমি অনৈতিক বলে মনে করি। এই কারণে আমি বর্তমান পদ থেকে অব্যাহতির প্রার্থনা করছি।’’