চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

‘অবৈধভাবে বালু উত্তোলনকারীদের ছাড় দেয়া হবে না’

পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন: অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনকারীদের কোনোভাবেই ছাড় দেয়া হবেনা। তাদের দলীয় কোনো পরিচয় বিবেচনা করা হবে না।

সোমবার টাঙ্গাইলের মির্জাপুরে বংশাই নদীর ভাঙন কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন পানিসম্পদ উপমন্ত্রী।

এসময় তিনি বলেন: মির্জাপুরের নদী ভাঙন কবলিত এলাকার জন্য ১১৫ কোটি টাকার ডিপিটি প্রকল্প হাতে নিয়েছে। এছাড়াও ৪০০ কোটি টাকা ব্যয়ে বংশাই নদীতে ড্রেজিং করা হবে। অগ্রাধিকার ভিত্তিতে ভাঙন কবলিত স্থানে দ্রুত জিও ব্যাগ ডাম্পিং শুরু করার নির্দেশ দেয়া হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. একাব্বর হোসেন এমপি, পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী উকিল বিশ্বাস, প্রধান নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম, মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল মালেক, সহকারী পুলিশ সুপার মির্জাপুর সার্কেল দিপঙ্কর ঘোষ।

উপমন্ত্রী সরকারের নানা পদক্ষেপ তুলে ধরে বলেন: সরকার নদী ভাঙন এলাকার দিকে বিশেষ নজর দিয়েছে। ভাঙন কবলিত এলাকার মানুষের কথা চিন্তা করে বিভিন্ন প্রকল্প হাতে নেয়া হয়েছে।