চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

অবশেষে টেস্টে মাহমুদউল্লাহর অবসরের কথা জানাল বিসিবি

টেস্ট থেকে মাহমুদউল্লাহ রিয়াদের অবসরের তিন মাস পর আনুষ্ঠানিকভাবে জানাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বুধবার রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি খবরটি জানায়।

গত জুলাইয়ে জিম্বাবুয়ে সফর দিয়ে প্রায় দেড়বছর পর টেস্ট দলে ফিরেছিলেন মাহমুদউল্লাহ। ফেরার ম্যাচে ১৫০ রানের অসাধারণ এক ইনিংস উপহার দেন।

ওই ম্যাচের মাঝপথে গুঞ্জন ছড়িয়ে পড়ে, টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দিচ্ছেন মাহমুদউল্লাহ। টেস্টের তৃতীয় দিন শেষে তিনি ড্রেসিংরুমে জানিয়ে দেন, এটিই তার শেষ টেস্ট। সতীর্থরা তাকে দেয় গার্ড অব অনার।

মাহমুদউল্লাহর আকস্মিক অবসর মেনে নিতে পারেনি বিসিবি। অনেক সময় পর ঘরের মাঠে আরেকটি টেস্ট সিরিজ শুরুর আগে বিসিবি নিশ্চিত করল তার অবসরের খবর।

সাদা পোশাকে বাংলাদেশের হয়ে ঠিক ৫০ ম্যাচ খেলেছেন মাহমুদউল্লাহ। ব্যাট করেছেন ৯৪ ইনিংসে, ৭ ইনিংসে ছিলেন অপরাজিত। মোট রান তুলেছেন ২৯১৪, যাতে ৫ সেঞ্চুরির সাথে আছে ১৬ ফিফটি। সর্বোচ্চ ইনিংসটি অপরাজিত ১৫০ রানের।

টেস্টে ৩৮টি ক্যাচ নিয়েছেন মাহমুদউল্লাহ। উইকেট পেয়েছেন ৪৩টি। ইনিংস সেরা বোলিং ৫১ রানে ৫ উইকেট। দুই ইনিংস মিলিয়ে টেস্টে সেরা বোলিং ফিগার ১১০ রানে ৮ উইকেট। পাঁচ বা ততোধিক উইকেট পেয়েছেন ওই একবারই, আর কখনও ৪ উইকেটের দেখাও পাননি।