চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

অবশেষে আসছে অ্যাপলের তারবিহীন চার্জিং ম্যাট

একইসঙ্গে আইফোন, অ্যাপল ওয়াচ এবং এয়ারপডস চার্জ করা যাবে এমন তারবিহীন এয়ারপাওয়ার চার্জিং ম্যাট আনছে অ্যাপল।

চলতি বছরের শেষদিকে এই চার্জিং ম্যাট বাজারে আনা হতে পারে বলে বিভিন্ন প্রতিবেদনের বরাত দিয়ে ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে।

২০১৭ সালের সেপ্টেম্বর মাসে এই ওয়্যারলেস চার্জিং ম্যাট আনে অ্যাপল। সেসময় তাদের চার্জিং ম্যাটের একটি ডেমোও দেখানো হয়। তবে প্রযুক্তিগত ত্রুটির কারণে তা আর অগ্রগতি পায়নি।

সেসময় অভিযোগ ছিল এই ওয়্যারলেস চার্জিং ম্যাট গরম হয়ে যায়। এরপর গত বছরের শেষদিকে অ্যাপল তাদের ওয়েবসাইট থেকে ওয়ারলেস চার্জারের সব তথ্য মুছে ফেলে।

এরপর বেশ কয়েকবার এই চার্জিং ম্যাট বাজারে আসছে বলে প্রতিবেদন প্রকাশিত হয়। তবে তা বাস্তবে রূপ লাভ করেনি।

তবে অনেক প্রতিবেদনে বলা হয়েছে, এয়ারপাওয়ার চার্জিং ম্যাট উৎপাদন শুরু করে দিয়েছে এবং এ বছরের শেষদিকে তা উন্মুক্ত করা হবে।

অ্যাপলের সূত্রের বরাত দিয়ে ডিজিটাইমস জানিয়েছে, ২০১৯ সালের শেষ দিকেই ওয়ারলেস চার্জার উন্মুক্ত করবে অ্যাপল।