চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

অপরিকল্পিত মাছ চাষে দূষিত হচ্ছে ধানমন্ডি লেক

যত্রতত্র বর্জ্য ফেলা ও সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হচ্ছে ধানমন্ডি লেকের পানি। অপরিকল্পিত ভাবে মাছচাষের কারণেও পানি দূষিত হচ্ছে, বলছেন বিশেষজ্ঞরা। রাজধানীর সবচেয়ে সুন্দর এই লেক রক্ষায় যথাযথ উদ্যোগ নেয়ার তাগিদ দিচ্ছেন তারা।

প্রায় ৩ কিলোমিটার দীর্ঘ এই ধানমন্ডি লেকটি ঝিগাতলা থেকে বিস্তৃত ধানমন্ডি ২৭ পর্যন্ত।  বিপুল বৃক্ষরাজির কারণে সবুজ পরিবেশে স্বস্তির শ্বাস নিতে এখানে আসেন মানুষ।  কিন্তু আকর্ষণীয় এই লেকটির পানি দিন দিন দূষিত হয়ে যাচ্ছে।  কালচে হয়ে যাচ্ছে পানির রঙ।  লেকের পানিতে এবং এর ধারে ফেলা হয় ময়লা আবর্জনা।  ফেলা হয় বাসাবাড়ি এবং রেস্টুরেন্টের বর্জ্যও।  বৃষ্টির সময় আশপাশের ময়লাযুক্ত পানিও প্রবেশ করছে এই লেকে।

বিশেষজ্ঞরা দায়ী করছেন এর রক্ষণাবেক্ষণের অবহেলাকে।  অপরিকল্পিত মাছ চাষের কারণেও এর পানি দূষিত হচ্ছে।  অল্প লোকবল নিয়েও লেক পরিস্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করার কথা বলেন স্থানীয় কাউন্সিলর।  মানুষের অসচেনতাকে দায়ী করছেন তিনি।

ধানমন্ডি লেকের পরিবেশ সুন্দর রাখতে দেশি বৃক্ষ বাড়ানোর তাগিদ দেন পরিবেশবিদরাও।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে