চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

অন্ধকারে বুর্জ খলিফা আলোকিত হবে নাইট রাইডার্স স্টাইলে

মাঠে দলকে সমর্থন করার জন্য দর্শক নেই, তাতে কী! বরং দর্শকহীন আইপিএল যেন আরও বেশি জমজমাট! যে চার ম্যাচ হয়েছে, প্রতিটিই হাড্ডাহাড্ডি লড়াইয়ের। মাঠের খেলার পাশাপাশি ফ্র্যাঞ্চাইজিগুলো চেষ্টা করছে নানাভাবে নিজেদের রাঙিয়ে রাখতে। তেমনই এক উদ্যোগ নিতে চলেছে কলকাতা নাইট রাইডার্স।

বুধবার মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২০ আইপিএল মিশন শুরু করবে শাহরুখ খানের দল কলকাতা। ম্যাচ আবু ধাবির শেখ আবু জায়েদ স্টেডিয়ামে। সেখানে যখন বাংলাদেশ সময় রাত ৮টায় ম্যাচ শুরু, তখন ১৪০ কিলোমিটার দূরে দুবাই হঠাতই হয়ে উঠবে আলোকিত। বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফা জুড়ে ফুটে উঠবে কলকাতার খেলোয়াড়দের প্রতিচ্ছবি।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

বিষয়টি নিশ্চিত করেছে নাইট রাইডার্স। টুইটার পেজে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, ‘ম্যাচের আগে আলোকবাজির আগে চমক আছে। আমরা থামবো না, ঊর্ধ্বগগনে উঠে যাবো। ধন্যবাদ বুর্জ খলিফা, কেকেআরের হয়ে আলোকিত হওয়ার জন্য। আরব আমিরাতে কী অসাধারণ এক স্বাগতম।’

বুর্জ খলিফা কলকাতার জার্সি গোলাপি ও সোনালি রঙয়ে আলোকিত হয়ে উঠবে বলা জানিয়েছে কেকেআর।

অন্যদিকে টুর্নামেন্টের প্রথম ম্যাচটা কঠিন হতে চলেছে কলকাতার জন্য। এমনিতে মুম্বাইয়ের বিপক্ষে তাদের রেকর্ড খুব একটা সুবিধার নয়, দুই দলের ২৫ দেখায় ১৯টিতে জিতেছে রোহিতের মুম্বাই।