চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

অন্ধকারেই থাকলো ভারত-পাকিস্তান ক্রিকেট সিরিজ

প্রায় আট বছর পর আলোর মুখ দেখতে না দেখতেই আবার অন্ধকারে ভারত-পাকিস্তান ক্রিকেট সিরিজ। এ নিয়ে দুই দেশের নীতি-নির্ধারকদের বৈঠকের আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের সদর দপ্তরে শিবসেনার হামলার পর ডিসেম্বরের সিরিজ হচ্ছে না বলে বিসিসিআই’র সূত্রে খবর দিয়েছে এনডিটিভি।

২০১৫-২০২৩ সাল পর্যন্ত ছয়টি দ্বি-পাক্ষিক সিরিজের চুক্তি হয়েছিলো ভারত-পাকিস্তানের ক্রিকেটের মধ্যে। ডিসেম্বরের সিরিজ দিয়ে সেটা শুরু হওয়ার কথা ছিলো। কিন্তু কট্টরপন্থী শিবসেনার হামলার পর সেটা ভেস্তে গেলো।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

সিরিজ স্থগিত হওয়ার পর আগামী বছর টি-২০ বিশ্বকাপের সময় নিরাপত্তার কারণে ভারত সফরে উদ্বেগ প্রকাশ করেছেন পিসিবি কর্মকর্তারা।

হামলার কারণে এরই মধ্যে চলতি ভারত-সাউথ আফ্রিকা সিরিজ থেকে পাকিস্তানি আম্পায়ার ও ধারাভাষ্যকারদের প্রত্যাহার করে নেওয়া হয়েছে। সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজে পাকিস্তানের আম্পায়ার আলিম দার ও দুই ধারাভাষ্যকার সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম ও শোয়েব আখতারকে প্রত্যাহার করা হয়।