চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

অন্তত দুই মাসের জন্য মাঠের বাইরে রামোস

স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালের পর মাঠে দেখা যায়নি সার্জিও রামোসকে। বাম হাঁটুর চোটে মাঠের বাইরে রিয়াল মাদ্রিদ অধিনায়ক। যা সারাতে সার্জনের ছুরির নিচে যেতে হচ্ছে। তাতে অন্তত ৬ থেকে ৮ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে মাদ্রিদ ডিফেন্ডারকে।

হুয়েস্কা ম্যাচের জন্য বুধ-বৃহস্পতিবার দলের সঙ্গে অনুশীলন করলেও বৃহস্পতিবার রাতে ব্যথা ফিরে আসে রামোসের হাঁটুতে। শুক্রবার অনুশীলনে দেখা যায়নি তাকে। চোট সারাতে শেষ চিকিৎসা হিসেবে অস্ত্রোপচারকে বেছে নিয়েছেন সেন্ট্রাল ডিফেন্ডার।

গত নভেম্বরে উয়েফা নেশনস কাপে জার্মানির বিপক্ষে ম্যাচ থেকেই চোটে রামোস। পরে মাঠে ফিরলেও অস্বস্তিতে ছিলেন। খেলতে পারেননি আলকোয়ানো ও আলাভেস ম্যাচে।

অস্ত্রোপচারের জন্য চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডে আটলান্টার বিপক্ষে কোনো লেগেই খেলা হবে না রামোসের। একই কারণে লা লিগার ১২টি ম্যাচে তাকে না পাওয়ার সম্ভাবনা আছে। সব ঠিক থাকলে ১১ এপ্রিল এল ক্ল্যাসিকোতে মাঠে দেখা যেতে পারে রিয়াল অধিনায়ককে।