চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

অনুশীলন থেকে হাসপাতালে, পরে শঙ্কামুক্ত

মাঠে চলছিল অনুশীলন। এমন সময় সতীর্থ গোলরক্ষকের সঙ্গে মাথায়-মাথায় সংঘর্ষ লাগল জেফারসন ফারফানের। সোজা হাসপাতালে, ভর্তিই করাতে হয়েছে পেরু স্ট্রাইকারকে।

শনিবার সেই সংঘর্ষের পর স্থানীয় হাসপাতালে মাথায় স্ক্যান করা হয়েছে ফারফানের। লোকোমোটিভ মস্কোর হয়ে খেলা এ স্ট্রাইকার সেখানে পাচ্ছেন সুসংবাদ। গুরুতর আঘাতের হাত থেকে বেঁচে গেছেন। তবে থাকছে শঙ্কাও। নিশ্চিত নন ২৬ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

ফারফানের পাশাপাশি সময়টা ভালো যাচ্ছে না পেরুরও। ৩৬ বছর পর বিশ্বকাপে খেলতে এসে ফ্রান্স ও ডেনমার্কের কাছে হেরে প্রথমপর্ব থেকেই বিদায় নিশ্চিত। এর মাঝে সমর্থকদের বহনকারী বিমানে আগুণ লাগার খবর খেলোয়াড়দের মনোবল কাঁপিয়ে দিয়েছে একদফা।

সব মিলিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালোয় ভালোয় ম্যাচ শেষ করতে পারলেই যেন খুশি সাউথ আমেরিকান দলটি।