চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

অনুমোদনের দশ দিনের মধ্যে ভ্যাকসিন তৈরিতে প্রস্তুত ভারত সরকার

করোনাভাইরাসের ভ্যাকসিন অনুমোদন দেওয়ার দশদিনের মধ্যে টিকা তৈরিতে ভারত সরকার প্রস্তুত রয়েছে বলে জানিয়ে দেশটির স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বলছে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি এমন তথ্য জানিয়েছেন।

রাজেশ ভূষণ বলেন, জরুরি অবস্থা ব্যবহারের অনুমোদন দেওয়ার দশ দিনের মধ্যে সরকার কোভিড-১৯ টি ভ্যাকসিন তৈরির জন্য প্রস্তুত রয়েছে। ইতোমধ্যেই ভারতে ভ্যাকসিনের ড্রাইরান শুরু হয়েছে।

তিনি বলেন, জানুয়ারিতেই সাধারণের জন্য ভ্যাক্সিন দেওয়ার প্রক্রিয়া শুরু হবে।

সম্প্রতি ভারত জরুরি ভিত্তিতে ব্যবহারের অনুমোদন পেয়েছে অক্সফোর্ডের ‘কোভ্যাক্সিন’ যা ভারতে সেরাম ইন্সটিটিউটে তৈরি হয়েছে ও ভারত বায়োটেকের তৈরি ‘কোভিশিল্ড।’ ফলে এগুলি যে খুব তাড়াতাড়ি সাধারণ মানুষকে দেওয়ার ক্ষেত্রে অনুমোদন পাবে, এমনটাই আশা করা যাচ্ছে।

ভারতে যখন করোনার নতুন স্ট্রেনে (ধরন) আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে তার মধ্যে এই খবরে স্বাভাবিকভাবেই জনমনে আশার আলো দেখা গিয়েছে। ইতিমধ্যেই ভারতে ৫৮ জন এই স্ট্রেনে আক্রান্ত হয়েছে।