চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

অনিয়ম ঘটলে তাৎক্ষণিক ব্যবস্থা: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের নিয়োগ পরীক্ষায় কোন প্রকার অনিয়ম ও আপত্তিকর কিছুই মেনে নেয়া হবে না। এমন কিছু ঘটলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

আজ সকাল ১১ টার দিকে টাঙ্গাইলের কয়েকটি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করে তিনি এসব কথা বলেন।

শহরের কালেক্টরেট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে এ পরিদর্শন কার্যক্রম শুরু করেন তিনি। পরে পুলিশ লাইনস স্কুল কেন্দ্রসহ আরও কয়েকটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

এ সময় তিনি বলেন, সুন্দর ও স্বচ্ছ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। প্রথম ধাপের পরীক্ষাও স্বচ্ছতার সঙ্গে অনুষ্ঠিত হয়েছে। যারা এ বিষয়ে দায়িত্বপালন করছেন তারা প্রত্যেকেই দায়িত্বশীল।

এ সময় উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব ফারহানা হক, জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শরফুদ্দীন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ।

জেলার ২৩ টি কেন্দ্রে ১৬ হাজার ৭৮৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে।