চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

অনির্দিষ্ট সময়ের জন্য থমকে গেল লা লিগা

মেসি-রামোসদের লা লিগাসহ স্পেনের সব ধরনের ফুটবল অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। বিশ্বজুড়ে ও দেশটিতে করোনাভাইরাসের সংক্রমণ আশঙ্কাজনক ভাবে বাড়তে থাকার মাঝে সেখানে ফুটবল বন্ধের সিদ্ধান্ত এলো।

স্পেন সরকার যতক্ষণ পর্যন্ত কোনো স্বাস্থ্য ঝুঁকি নেই মর্মে নিরাপদ ঘোষণা না করছে, ততক্ষণ দেশটিতে কোনো ফুটবল হবে না। সরকারের সিদ্ধান্তের পর স্প্যানিশ ফুটবল ফেডারেশন ও লা লিগা কর্তৃপক্ষ স্থগিতের যৌথ বিবৃতি দিয়েছে সোমবার।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

বিশ্বজুড়ে মহামারী আকারে ছড়িয়ে যাওয়া কোভিড-১৯ ভাইরাসের কারণে শুরুতে আগামী ৩ এপ্রিল পর্যন্ত স্থগিত করা হয়েছিল লা লিগার ২০১৯-২০ মৌসুম। সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হতে হল সময়ের এক সপ্তাহ আগেই।

চীনের পর ইউরোপে তাণ্ডব চালাতে থাকা করোনাভাইরাস ইতালির পর স্পেনেই সবচেয়ে বেশি আক্রমণ করেছে। দেশটিতে এপর্যন্ত ৩৩ হাজারের উপর মানুষ সংক্রমিত, মৃতের সংখ্যা ছাড়িয়ে গেছে ২ হাজার।