২৭ সেপ্টেম্বর চলচ্চিত্রের তারকা দম্পতি শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র ছেলে আব্রাম খান জয়ের প্রথম জন্মদিন। আর দিনটি স্মরণীয় করে রাখার জন্য ছেলের জন্মদিন উপলক্ষে মা অপু বিশ্বাস আয়োজন করেছেন জন্মদিনের পার্টি। বুধবার সন্ধ্যায় গুলশানের এক রেস্তোরাঁয় আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানের।
ছেলের জন্মদিন নিয়ে উচ্ছ্বসিত অপু বিশ্বাস। জন্মদিনের উপহার হিসেবে তিনি ছেলেকে দিচ্ছেন স্বর্ণের মুকুট। আর কাতার থেকে আনিয়েছেন শেরওয়ানি।
জন্মদিনের পার্টিতে উপস্থিত থাকার জন্য অপু আমন্ত্রণ জানিয়েছেন শাকিব খানের বন্ধু, আত্মীয়, পরিচিতজন আর চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিদেরসহ আরও অনেককে।
ছেলের জন্মদিন উপলক্ষে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তাতে শাকিব খান থাকছেন কি না এ ব্যাপারে অপু বিশ্বাস খানিকটা দ্বিধায় আছেন। তিনি বলেন, ‘ছেলের প্রথম জন্মদিনে শাকিব হয়তো আসবে।’
তবে বুধবার দুপুরে গুলশানের আজাদ মসজিদে ছেলের মঙ্গলের জন্য দোয়া মাহফিলের আয়োজন করেছেন শাকিব। এরপর নিজ উপস্থিতিতে গরিবদের মধ্যে খাবার বিতরণ করবেন তিনি।
২০০৮ সালে গোপনে বিয়ের পর্ব সেরে ফেলেন চলচ্চিত্রের জনপ্রিয় জুটি শাকিব খান ও অপু বিশ্বাস। আর ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে জন্ম হয় তাদের প্রথম সন্তান জয়ের।
তবে বিষয়টি এতবছর গোপন থাকলেও চলতি বছরের ১০ এপ্রিল ছেলেকে নিয়ে প্রকাশ্যে আসেন অপু এবং প্রকাশ করেন শাকিব খান তার স্বামী।








