চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

অনাগত সন্তানের জন্য দোয়া চাইলেন সাকিব

বছরের প্রথমদিনে সাকিব আল হাসান চমকে দেন সবাইকে। ভক্ত-সমর্থকদের দেন বিরাট এক সুখবর। যুক্তরাষ্ট্রে বসে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করে জানান তৃতীয় সন্তানের বাবা হতে চলেছেন।

রোববার দেশে ফিরে বিমানবন্দরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিশ্বসেরা ওয়ানডে অলরাউন্ডার দোয়া চাইলেন অনাগত সন্তানের জন্য, ‘নতুন সন্তানের খবর আনন্দের। সবার দোয়া চাই যেন বাচ্চা সুস্থ থাকতে পারে।’

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপের ফাইনাল ম্যাচের আগে সাকিবকে ছাড়তে হয়েছিল টিম হোটেল। শ্বশুরের অসুস্থতার খবরে তড়িঘড়ি করে উড়াল দেন যুক্তরাষ্ট্রে। বিমানে বসেই শ্বশুরের মৃত্যু সংবাদ পান। দুসপ্তাহ পরিবারের সঙ্গে কাটিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ সামনে রেখে দেশে ফিরলেন টাইগার ক্রিকেটের অন্যতম বড় তারকা।

এই সিরিজ দিয়েই একবছরের নিষেধাজ্ঞা শেষের পর প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন সাকিব। প্রত্যাবর্তনের আগে জানালেন নির্ভার আছেন, ‘আবারো আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছি ভেবে ভালো লাগছে। কোনো চাপ নেই। তবে সহজ হবে না আমার জন্য। চেষ্টা করবো আগের জায়গায় ফেরার।’

খর্বশক্তির দল নিয়ে ১০ জানুয়ারি বাংলাদেশে আসবে উইন্ডিজ। করোনা-ভীতির কারণে আসছে না তাদের বেশ কজন তারকা ক্রিকেটার। আসন্ন সিরিজ প্রসঙ্গে সাকিব বললেন, ‘ওয়েস্ট ইন্ডিজ সিরিজে যদি আমরা ভালো না করতে পারি তা হবে হতাশার।’

শ্বশুরের অসুস্থতার কথা শুনে ১৫ ডিসেম্বর সকালে আমেরিকার বিমান ধরেছিলেন সাকিব। খেলতে পারেননি টুর্নামেন্টের ফাইনালে। তাকে ছাড়াই অবশ্য চ্যাম্পিয়ন হয় জেমকন খুলনা।

২০ জানুয়ারি মিরপুরে শুরু হবে উইন্ডিজের বিপক্ষে টাইগারদের ওয়ানডে সিরিজ। এটি দিয়ে ১০ মাসের করোনা বিরতি কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে বাংলাদেশ। ওয়ানডে ও টেস্ট সিরিজ সামনে রেখে টাইগারদের অনুশীলন ক্যাম্প শুরু হওয়ার কথা ১০ জানুয়ারি। ওই দিনই ঢাকায় আসবে ওয়েস্ট ইন্ডিজ দল।