চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

অনাগত শিশুর পরিচয় নির্ধারণ নিয়ে হাইকোর্টের রুল

অনাগত শিশুর লিঙ্গ পরিচয় নির্ধারণ রোধে একটি নীতিমালা বা নির্দেশনা তৈরিতে ব্যর্থতা কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

এছাড়া এই নীতিমালা বা নির্দেশনা তৈরিতে সরকারকে কেন নির্দেশ দেয়া হবে না রুলে তাও জানতে চাওয়া হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসানের করা এসংক্রান্ত এক রিটের শুনানি নিয়ে সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, নারী-শিশু মন্ত্রণালয়ের সচিব, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ রিটের ৭ বিবাদীকে আগামী ছয় সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোঃ আব্দুল হালিম ও অ্যাডভোকেট ইশরাত হাসান। আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন সহকারী অ্যাটর্নি জেনারেল এম এম জি সারোয়ার (পায়েল)।