চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

অনলাইন ব্যবস্থাপনায় যশোরের আরও ৫০ স্কুল

যশোরের আরও ৫০টি স্কুল অনলাইন ব্যবস্থাপনায় আসছে। পরীক্ষামূলকভাবে সরকারি-বেসরকারি বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান অনলাইন ব্যবস্থাপনায় সফল হওয়ার পর এ উদ্যোগ নিয়েছে জেলা শিক্ষা অফিস।

যশোরের শিক্ষা ব্যবস্থাকে ডিজিটাল করার উদ্যোগের অংশ হিসেবে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নিজস্ব অর্থায়নে সিসি ক্যামেরা ও ডিজিটাল অ্যাটেনডেন্স মেশিন স্থাপনের প্রস্তাব দেয়া হয়েছে। শ্রেণীকক্ষে পাঠদান করা হবে ডিজিটাল কনটেন্টের মাধ্যমে।

ইতোমধ্যে অনেক স্কুল সাড়া দিয়ে ক্যামেরা ও অ্যাটেনডেন্স মেশিন স্থাপন করেছে। এছাড়া জেলা শিক্ষা অফিস ই-ফাইলিং ব্যবস্থপনা গড়ে তুলেছে। এতে জেলা শিক্ষা কর্মকর্তা তার অফিসে বসেই ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটার বা মোবাইলেই পর্যবেক্ষণ করতে পারছেন স্কুলের কার্যক্রম।

শিক্ষকরা জানান, এ কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন এসেছে। শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনতে জেলার সকল স্কুলে এ চালু করা হবে বলে জানান জেলা শিক্ষা কর্মকর্তা।

জেলায় ৫২১টি মাধ্যমিক স্কুল, ১৫টি স্কুল এন্ড কলেজ, ৩১০টি মাদ্রাসা ও ৮৯টি কলেজসহ মোট ৯৩৫টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।

যশোর প্রতিনিধি আকরামুজ্জামানের রিপোর্টে দেখুন বিস্তারিত: